বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কে ২০২৩

বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের প্রাচীনতম সামরিক প্রতিষ্ঠান। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি স্থল শাখা। এ বাহিনীটির প্রধান দায়িত্ব হল বাংলাদেশের ভূখণ্ডকে প্রতিনিয়ত রক্ষা ও দেশের যেকোনো দুর্যোগের সময় দেশের মানুষের পাশে থাকা। আর বাংলাদেশ সেনাবাহিনীর সকল ধরনের কর্মকাণ্ড গুলো সেনাবাহিনীর সদর দপ্তর দ্বারা পরিচালিত হয়। বাহিনীটির প্রাথমিক দায়িত্ব ছাড়াও দেশের যেকোনো অপ্রীতিকর অবস্থাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই সামরিক বাহিনীটি।

১৯৭১ সালে স্বাধীনতার সময়ে বাংলাদেশে এ বাহিনীটি প্রতিষ্ঠিত করা হয়। বাংলা দেশের যুদ্ধের সময় এই বাহিনীটি বিশেষ অবদান রাখে। তাই আমাদের অনেক সময় অনেক ক্ষেত্রে বাংলাদেশের সেনা বাহিনীর প্রধান কে এ প্রশ্নের মুখোমুখি হতে হয়। তাই আমরা আপনাদের সুবিধার জন্য আমাদের আজকের আর্টিকেল টিতে এ প্রশ্নের সঠিক উত্তরটি প্রদান করব। তাছাড়া এ ধরনের প্রয়োজনীয় প্রশ্নের উত্তর গুলো আমরা আপনাদের জন্য আমাদের ওয়েবসাইটে প্রকাশিত করি।

বাংলাদেশ সেনাবাহিনী সামরিক বাহিনী গুলোর মধ্যে অন্যতম একটি বাহিনী। আর এই বাহিনীটি নিজের দক্ষতা দেখিয়ে শুধু দেশের নয় দেশের বাইরেও প্রতিনিয়ত নিজেদের সুনাম অক্ষুন্ন করে চলেছেন। প্রতিবছর বাংলাদেশ সেনা বাহিনী থেকে বিশ্বের নানা দেশে শান্তি রক্ষা মিশনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আর এই শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী বেশ সুনামের সঙ্গে কাজ করে চলেছে। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের জনগণের মানুষের জন্য। আর এই বাহিনীটি দেশের প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের পাশে ছায়ার মত থাকে দক্ষিণাঞ্চলে বিভিন্ন ধরনের ঝড় জলোচ্ছ্বাস বন্যা ইত্যাদি ক্ষেত্রে এ বাহিনীর ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। তারা তাদের নিজেদের দায়িত্বে অটল তাছাড়া যুদ্ধ বিধ্বস্ত দেশকে আবার অর্থনৈতিক ক্ষেত্রে এবং সকল দিক দিয়ে উন্নত করার জন্য এই বাহিনীর অবদান গুরুত্বপূর্ণ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠানটি। আর এই বাহিনীতে শুধু দেশের জন্য কাজ করে না বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করার জন্য ১৯৮৮ সালে বাংলাদেশ সেনা বাহিনীকে প্রথম বারের মত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পাঠানো হয়। আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর আত্মত্যাগ এই বাহিনীটিকে আরো উজ্জ্বল করে তুলেছে। আর এই বাহিনীটিকে পরিচালনা করার জন্য প্রধান একজন কর্মকর্তা রয়েছে যাকে সেনাপ্রধান বলে আখ্যায়িত করা হয়।

আর বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত রয়েছেন এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি বাংলাদেশের ১৭ তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ঢাকা সেনানিবাস অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর থেকে সেনাপ্রধান তার সকল কার্যবলি পরিচালনা করে থাকে। আর বাহিনীর সকল ধরনের সুবিধা ও অসুবিধা বাহিনীর প্রধান কে দেখতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *