জাতীয় সংসদ টি হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা। আর এই এক কক্ষ বিশিষ্ট আইনসভার সদস্য সংখ্যা ৩৫০ টি। যার ভিতরে ৩০০ টি আসন সংসদ সদস্য। আর এই ৩০০ টি আসনের সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ নির্বাচনে নির্বাচিত হয়ে জাতীয় সংসদের সদস্য হতে পারেন। আর অবশিষ্ট ৫০ টি আসন নারীদের জন্য সংরক্ষিত আসন এগুলো সাধারণত জনগণের নির্বাচনে নির্বাচিত হতে হয় না। সংরক্ষিত আসনের নারী সদস্যগণ নির্বাচিত তিনশত আসনের সদস্যরা ভোটের মাধ্যমে নির্বাচিত করে থাকে। আর আমাদের অনেক সময় অনেক ক্ষেত্রে জাতীয় সংসদের সভাপতি কে এ ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। আর এই প্রশ্নটির উত্তর জানার জন্য আপনারা গুগল সহ ইন্টারনেটের নানান জায়গায় অনুসন্ধান করেছেন। তাই আপনাদের সুবিধার জন্য আমরা আমাদের আজকের আর্টিকেলটি তে আপনাদের কাঙ্খিত এ প্রশ্নের উত্তরটি সম্পর্কে জানিয়ে দেব। আর প্রশ্নের উত্তরটি জানার জন্য আমাদের ওয়েব সাইটে থাকা আর্টিকেলটি মনোযোগ সহকারে পরুন।
জাতীয় সংসদের মেয়াদ কাল পাঁচ বছর। এ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর স্বাভাবিক ভাবে অর্থাৎ গণতন্ত্র অনুযায়ী সংসদ বিলুপ্ত হয়ে যায়। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনটি পৃথিবীর দৃষ্টি নন্দন আইনসভা গুলোর মধ্যে একটি। ১৯৬১ সালে জাতীয় সংসদ ভবনটি স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে অনেক বাধা-বিপত্তি ও চড়াই উৎরাই পেরিয়ে ১৯৮২ সালে এ ভবনটির উদ্বোধন ঘোষণা করা হয়। বাংলাদেশের রাজধানী ঢাকায় শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনটি। সংসদ ভবনটিতে একটি রাজনৈতিক দল অধিকাংশ আসন পেয়ে সরকার গঠন করে থাকে। আর একটি জাতীয় সংসদের মেয়াদকাল থাকে পাঁচ বছর। পাঁচ বছর ধরে চলতে থাকে জাতীয় সংসদ সদস্যর নানান ধরনের অধিবেশন। পাঁচ বছর পর এটা বন্ধ হয়ে যায় পুনরায় নির্বাচন না হওয়া পর্যন্ত স্থগিত থাকে।
বাংলাদেশের জাতীয় নির্বাচনের পরে সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করে থাকে। সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে নববই দিনের মধ্যে যদি কোন সমস্যা সদস্য এই শপথ বাক্যটি না পাঠ করে তাহলে তাকে সংসদ সদস্য থেকে বাতিল ঘোষণা করা হবে। জাতীয় সংসদ সম্পর্কে আপনাদের অনেক ধরনের তথ্য জানিয়ে দিলাম এখন আপনাদের কে জানিয়ে দেবো জাতীয় সংসদের সভাপতি কে। বাংলাদেশ জাতীয় সংসদের সভাপতি হচ্ছেন মাননীয় স্পিকার। তিনি জাতীয় সংসদের সভাপতি হিসেবে নিরপেক্ষতার প্রতীক। আর রাষ্ট্রপতি সংসদের প্রথম বৈঠকের স্থান ও সময় নির্ধারণ করে দেন। সংসদের প্রথম বৈঠক থেকে শুরু করে সংসদ স্থগিত হওয়া বা ভেঙে না দেওয়া পর্যন্ত সময়কে অধিবেশন বলা হয়।