আমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্টুডেন্ট বা অনার্স কোর্স এ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করি। আমরা তারা সাধারণত এ ধরনের প্রশ্ন দেখতে পাই প্রাচ্যের এরিস্টটল কাকে বলে প্রাচ্যর এরিস্টটল কি যদিও আমরা এসব প্রশ্নের মুখোমুখি হই কিন্তু আমাদের সঠিক উত্তরটি জানা থাকলে আমরা সেটা প্রদান করি তা ছাড়াও উত্তরটি ১০০% সঠিক হয়েছে কিনা এটা জানার জন্য আমরা অনেক সময় অনুসন্ধান করি, তার সঠিক উত্তর আমরা আপনাদের আজকে জানিয়ে দেবো, প্রাচ্যের এরিস্টটল বলা হয় আবু নসর মুহম্মদ বিন মুহম্মদ আল-ফারাবী কে।
তিনি একজন প্রখ্যাত বিজ্ঞানী ও দার্শনীক বিদ। এছাড়া তার সংগীত পদার্থবিজ্ঞান, যুক্তিবিজ্ঞান ,চিকিৎসা বিজ্ঞান ইত্যাদি অনেক ক্ষেত্রে তার বিশেষ অবদান রয়েছে। তিনি সর্বপ্রথম পদার্থবিজ্ঞানে শূন্যতার অবস্থার প্রমাণ করেছিলেন। আল মদিনা ও আল ফাজিলা বা আদর্শনগর তার সবচেয়ে বিখ্যাত একটি গ্রন্থ। আবু নসর মুহম্মদ বিন মুহম্মদ আল-ফারাবী একজন প্রখ্যাত মুসলিম দার্শনিক ও বিজ্ঞানী।
এই গুনি মুসলিম দার্শনিকদের জন্ম খোরাসানে ফারিযব শহরের নিকটবর্তী আল ওয়াসিক নামে একটি গ্রামে। এই বিখ্যাত রাষ্ট্র দর্শনের মতামতের অনুযায়ী রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের সব বৈধ ক্ষমতার দখলে থাকবে এবং এই ক্ষমতা সকলে মেনে নিতে বাধ্য থাকিবেন। তবে রাষ্ট্রের নাগরিকদের ক্ষমতায় থাকবেন শ্রেণী বিভাজন যেখানে কোন শ্রেণী তার ওপরে শ্রেণিতে আদেশ মান্য করবে না। রাষ্ট্র গঠন ও পরিকল্পনায় এই মুসলিম দার্শনিকের অবদান অনেক বেশি।
আপনারা যারা প্রাচ্যের এরিস্টটল কাকে বলা হয়, কে প্রাচ্যের এরিস্টটল এইসব প্রশ্ন সঠিক উত্তরটি যদি জানতে চান তাহলে আমাদের এখানে এসে আপনি আপনার সঠিক উত্তরটি জেনে নিতে পারবেন।