দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ের যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের এই স্বাধীনতা ও পতাকা অর্জন। এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের এই লাল-সবুজে পতাকা। স্বাধীন বাংলাদেশের এই পতাকা ফিরিয়ে নিয়ে আসতে বাঙ্গালীদের এক কঠিন পরীক্ষা দিতে হয়। তাই অনেকেই স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা কত তারিখে উত্তোলন করা হয় এই বিষয়টি সম্পর্কে জেনে নিতে চাই। আপনারা যারা এ বিষয়টি সম্পর্কে জেনে নিতে চান আমরা প্রতিনিয়ত এ ধরনের প্রশ্নের উত্তরগুলো আমাদের ওয়েব সাইটে প্রকাশিত করে থাকি আপনারা গুগলে সার্চ করার সাথে সাথে পেয়ে যাবেন।
একটি স্বাধীন দেশের পতাকা একটি দেশের অন্যতম একটি চাওয়া। বাংলাদেশের প্রতিটি মানুষের স্বপ্ন ও চাওয়া ছিল স্বাধীন দেশের পতাকা উত্তোলন। আর সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম ধানমন্ডিতে নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ১৯৭১ সালের ২৩ মার্চ। বাংলাদেশের স্বাধীন প্রথম পতাকাটি সবুজের চারিপাশে লাল বৃত্তাংশের মধ্যে বাংলাদেশের মানচিত্র তুলে ধরা হয়েছিল।