আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট কে ২০২৩

পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হলো আমেরিকা। অর্থনীতি, সামরিক, শিক্ষা, তথ্য প্রযুক্তি, শিল্প, বানিজ্য সব ক্ষেত্রেই বিশ্বের সকল দেশ থেকে এগিয়ে আমেরিকা। আর এ দেশটি পুরো নাম হলো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা অর্থাৎ এই দেশটিকে অনেকে যুক্তরাষ্ট্র নামেও জানে। এটি উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। দেশটি প্রায় ৫০ টি রাজ্য এবং ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া নিয়ে গঠিত। আমেরিকার রাজধানীর নাম ওয়াশিংটন। এবং দেশটির সবচেয়ে বড় শহর নিউ ইয়র্ক। দেশটির প্রধান ভাষা ইংরেজি।

এছাড়া দেশটিতে আরো নানা ভাষায় কথা বলে থাকে সে দেশের নাগরিকরা। আমেরিকান মুদ্রার নাম হল ডলার। তাই আপনারা অনেকেই এই দেশটি সম্পর্কে অনেক ধরনের তথ্য জেনে নিতে চান। আমরা আপনাদের সুবিধার জন্য আমাদের আজকের পোস্টটির মাধ্যমে জানিয়ে দেবো আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট কে। আর এ প্রশ্নের উত্তরটি জানতে হলে আপনাকে আমাদের ওয়েবসাইটে থাকা আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে হবে।

হাজার হাজার বছর আগে থেকে অর্থাৎ বহু প্রাচীনকাল আগ থেকে আমেরিকার দেশটি সৃষ্টি হয়েছিল। ধারণা করা হয় কমপক্ষে বার হাজার বছর আগে সাইবেরিয়া থেকে মানুষের আগমন ঘটে আমেরিকাতে। কিছু কিছু গবেষণায় বার হাজার বছরের আগেও আমেরিকাতে মানুষের বাস ছিল বলে দাবী করা হয়। দেশটি ইউরোপীয় শক্তির বিরুদ্ধে আমেরিকান বিপ্লবী যুদ্ধ করেছিল। স্বাধীনতার পক্ষে প্রথম সফল উপনিবেশিক যুদ্ধ। এরপরে দেশটিতে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা, ব্রিটিশদের একচেটিয়া ব্যবসা, নিজ অধিকার সম্বন্ধে সচেতনতা, জাতীয়তাবোধ প্রভৃতি সৃষ্টি হয়ে থাকে। দেশটির পশ্চিম দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর এবং পূর্ব দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর। এভাবেই যুগের পর যুগ সারা পৃথিবীতে শাসন করে আসছে বিশ্বখ্যাত দেশ আমে রিকা। এখন অব্দি পর্যন্ত তাদের শাসন ক্ষমতা টিকে আছে।

বর্তমানে আমেরিকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গণতান্ত্রিক একটি দেশ। প্রতি ৪ বছর পরপর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। যদি কোন ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে চায় তাহলে তাকে অবশ্যই জন্মসূত্রে আমেরিকার নাগরিক হতে হবে। এবং কমপক্ষে চৌদ্দ বছর আমেরিকায় অবস্থান করতে হবে। প্রেসিডেন্ট পদে প্রতি দ্বন্দ্বিতা করার সর্বনিম্ন বয়স হতে হবে ৩৫ বছর। আর বর্তমান দেশটিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন জো বাইডেন। আর জো বাইডেন আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে পরাজিত করে এ দায়িত্ব পান। আমেরিকাতে নাগরিকদের সরাসরি ভোটে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন না। বরং আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি হলো পরোক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *