কে অপারেশন সার্চলাইটের নীলনকশা তৈরি করে

অপারেশন সার্চলাইট বাঙালি জাতির জন্য একটি দুঃস্বপ্নের রাত। ১৯৭১ সালের ২৫ শে মার্চ মধ্য রাতে তৎকালীন পাকিস্তান সেনারা পূর্ব পরিকল্পনা অনুসারে নিরীহ বাঙ্গালীদে র ওপর ঝাঁপিয়ে পড়ে এবং পূর্ব পরিকল্পনা অনুসারে বহু মানুষ কে হত্যা করে আর এটাই ইতিহাসে অপারেশন সার্চ লাইট নামে পরিচিত। অভিযানের মূল পরিকল্পনায় ছিল পূর্ব পাকিস্তানের বাঙালি সামরিক বাহিনীর সদস্যদের নিরস্ত্রী করণ এবং বাঙালি ছাত্র, বুদ্ধিজীবীদের হত্যা করে এ দেশকে মেধাশূন্য করা।

এছাড়াও সকল প্রকারের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা। তাই একজন বাঙালি হিসেবে ও বাঙালি জাতি হিসেবে আমাদের কে জেনে রাখা উচিত কে অপারেশন সার্চলাইটের নীলনকশা তৈরি করে। তাই আমরা আমাদের আজকের আর্টিকেলটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো এই প্রশ্নের সঠিক উত্তরটি সম্পর্কে। তাছাড়া এই ধরনের ছোট ছোট প্রশ্নের উত্তর গুলো প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটে প্রকাশ করি।

অপারেশন সার্চলাইট অর্থাৎ ঘুমন্ত বাঙ্গালীদের ওপর পূর্ব পরিকল্পনা অনুসারে এক নির্মম হত্যাকাণ্ড চালায় পাকিস্তান হানাদার বাহিনী। আর এই হত্যাকাণ্ডে এক রাতেই অর্ধ লক্ষর প্রাণ নিয়েছিল পাকিস্তান বাহিনীরা। আর অপারেশন সার্চ লাইট এই অভিযানটি করার আগে এক সপ্তাহ আগেই তারা অভিযানের পরিকল্পনা করেছিলেন। আর এই পরিকল্পনাই ছিলেন বাংলাদেশের কিছু জঘন্যতম ব্যক্তিরা যাদের সাহায্যে এই জঘন্যতম কাজটি করেছিল পাকিস্তানিরা।অনেক কিছুর বিনিময়ে বাঙালি জাতি বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি আর এই স্বাধীনতার পিছনে বাংলাদেশের প্রতিটি মানুষের অবদান ছিল বেশ গুরুত্বপূর্ণ। নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে এদেশে স্বাধীনতা অর্জনের জন্য প্রতি নিয়ত যুদ্ধ করেছে পাক বাহিনীর সাথে। পরবর্তীতে এই রাত্রিটি কে কালো রাত্রি হিসেবে পালন করা হয়। ইতিহাসে এই রাত্রিটি কলঙ্ক জনিত।

অপারেশন সার্চলাইট এর অন্যতম কারণ হলো রাজনৈতিক উত্তেজনা। গণপরিষদের অধিবেশন স্থগিত করায় ঢাকা তখন বিক্ষোভের শহর হয়ে উঠেছিল। ঢাকায় ইতিমধ্যে ওড়ানো হয়েছে স্বাধীন বাংলাদেশের পতাকা। তাছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চ ঐতিহাসিক সেই ভাষণ ছিল যুদ্ধের আহ্বান। তাই পাকিস্তান সরকার ১৮ই মার্চ রাতে এই জঘন্যতম কাজটি করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তারা অপারেশন সার্চলাইট অভিযানটি করার আগেই একটি নীল নকশা তৈরি করে ফেলেন। আর এই নীল নকশাটি তৈরি করেন জেনারেল টিক্কা খান। ১৯৭১ সালের ২৫শে মার্চ এই গণহত্যাটি পরে বাঙালি জাতি পাল্টা প্রতিরোধ সৃষ্টি করে,যা পাকিস্তানি পরিকল্পনা কারীদের ধারণার বাইরে ছিল। এই গণহত্যা বাঙালিদের ক্রুদ্ধ করে তোলে যে কারণে যে কোনো মূল্যে পাকিস্তানী বাহিনীদের এ দেশ থেকে বিতাড়িত করবে এই প্রতিজ্ঞাই আবদ্ধ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *