ফিতরা কাকে দেওয়া যাবে Fitra kake dewa jabe

আপনারা অনেকেই অনুসন্ধান করছেন ফিতরা কাকে দেয়া যাবে ফিতরা কোন ব্যক্তির হক, ফিতরা আরবি শব্দ যা ইসলাম ধর্মে যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর নামে পরিচিত। ফিতরা মানে খাদ্যদ্রব্য কে বোঝানো হয়েছে, যার মাধ্যমে রমজান মাসের ফিতরা দেওয়ার মাধ্যমে রোজাদাররা রোজা ভঙ্গ করে। ফিতরা সাধারণত রোজাদার ব্যক্তিরা যেসব দান করেন সেগুলো হলো টাকা বা খাদ্যদ্রব্য। যারা সাধারণত গরিব ও দুস্থ ও অভাবী তারা একমাত্র ফিতরা পাওয়ার অধিকার রাখে।

নিঃস্ব ফকির যার কোন সম্পদ নাই, যার উপার্জন করার কোন ক্ষমতা নেই, যার খাওয়া পড়া বা থাকার কোন স্থান নেই, যে সঠিক মত নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার সমর্থনে সেসব ব্যক্তি সর্বপ্রথম ফিতরা পাওয়ার অধিকার রাখে। তারপরের অধিকারী ব্যক্তি হচ্ছে মিসকিন যার এমন পরিমাণ সম্পদ আছে যা দ্বারা তার প্রয়োজনের তুলনায় চাহিদা অনেক বেশি, অভাব কিন্তু সাহায্য চাবার সক্ষমতা নেই এমন ব্যক্তিকে মিসকিন বলা হয়।

তারপরের ব্যক্তি হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি যে ব্যক্তি প্রচুর পরিমাণে ঋণে জর্জরিত, ঋণ পরিশোধের কোন ক্ষমতা নেই এমন ব্যক্তিকে ফিতরা দেওয়া যাবে। মুসাফিরদের জন্য যারা ইসলামের জন্য বা বিভিন্ন কাজে নিজের দেশ ত্যাগ করে অন্য স্থানে চলে এসেছেন, এমন ব্যক্তি যদি সফরে গিয়ে বিপদগ্রস্ত ও নিঃস্ব হয়, সে ব্যক্তিকে ফিতারা প্রদান করা যাবে। হাদিসে বর্ণিত আছে গম জব কিসমিস খেজুর ও আপনি যেটা খান সেটার আড়াই কেজি হল ফিতরা। তবে এসব পণ্য দিয়ে গরিব মানুষের কোন কাজে আসবেনা। তাই গরিব মিসকিন কে এসবের বিনিময়ে নগদ অর্থ দিলে উপকৃত হবে।

আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল ফিতরা কাকে দেওয়া যাবে আজকে আমরা আপনাদের এই প্রশ্নের উত্তর আশা করি দিতে পেরেছি আপনারা যারা এই প্রশ্নের সঠিক উত্তরটি জানতে চাচ্ছেন আমাদের এখানে এসে আপনি আপনার উত্তরটি জেনে নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *