ইতিহাস কখনো মিথ্যা হয় না। ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়। তেমনি বাংলার ইতিহাসে একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
আপনারা অনেকেই শেখ মুজিবুর রহমান কে কখন কিভাবে বঙ্গবন্ধু উপাধিতে গিয়েছিল এই প্রশ্নটি উওর জানতে চেয়েছিলেন, তাই আপনাদের জন্য আমাদের এখানে আপনাদের কাঙ্খিত প্রশ্নের উত্তর বঙ্গবন্ধু উপাধি শেখ মুজিবুর রহমানকে কে দিয়েছিলেন এই পদ্ধতি জানতে হলে আমাদের এখানে আপনাকে চোখ রাখতে হবে।
শেখ মুজিবুর রহমানকে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবের সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে বর্তমানে হোসেন শহীদ সোহরাওয়ার্দী উদ্যান এক সভার আয়োজন করে। লাখো জনতার এই সম্মেলনে শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয়। উপাধি ঘোষণা দিয়েছিলেন তোফায়েল আহমেদ। এ সভায় রাখা বক্তৃতায় শেখ মুজিব ছাত্র সংগ্রাম পরিষদের এগার দফা দাবির পক্ষে তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
১৯৬৮ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার অভিযোগ আনে, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কয়েক জন রাজনীতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং গুটিকয় সাধারণ সৈনিক সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে পূর্ববাংলাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এই মিথ্যা মামলায় শেখ মুজিবুর রহমানসহ মোট ৩৫ জনকে আসামি করা হয়।
বাংলার জনগণের কাছে শেখ মুজিবুর রহমান নাম ছাপিয়ে ‘বঙ্গবন্ধু’ উপাধিটি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠতে থাকে। বাংলার বিজয়ের ক্ষেত্রে বাংলার ভাষা আন্দোলনে বাংলার গণঅভ্যতন আন্দোলনে এমন কোন আন্দোলনের নেই যে তিনি এই আন্দোলনে নেতৃত্ব দেননি তিনি বাংলার ইতিহাসে একজন উজ্জ্বল নক্ষত্র।
আপনারা যারা বঙ্গবন্ধুর উপাধিটি কবে কে কিভাবে দিয়েছিল এ প্রশ্নের উত্তরটি জানতে চাচ্ছিলেন আশা করছি আমাদের এখান থেকে আপনি আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন।