প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাসের একটি কলঙ্কিত যুদ্ধ। পৃথিবীর সামগ্রিক রাজনীতিই বদলে দেয় এ যুদ্ধ। সব মিলিয়ে, মানবজাতির ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে পৃথিবীর সর্বকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি,এতে কোনো সন্দেহ নেই,এই যুদ্ধটি মহাযুদ্ধ হিসাবে সবার কাছে পরিচিত। সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে জার্মানি অল্পদিনের মধ্যেই ইংল্যান্ড ও ফ্রান্সের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে রাশিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রও এসময় আত্মপ্রকাশ করে। ফলত প্রাক্ প্রথম বিশ্বযুদ্ধ ইউরোপের রাজনীতি ছড়িয়ে পড়ে।
আপনারা অনেকেই প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয় এই প্রশ্নের উত্তরটি জানার জন্য গুগলে বারবার সার্চ করছেন বা এই বিষয়টি জানার জন্য বেশ আগ্রহ প্রকাশ করছেন তাই আপনাদের সুবিধার জন্য আমাদের আজকের এই আর্টিকেলটিতে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এ প্রশ্নের উত্তরটি জানার জন্য সর্বপ্রথম আপনি আমাদের ওয়েবসাইটটি নির্বাচন করুন। তারপরে আপনি আমাদের আজকের এই আর্টিকেলটি প্রথম থেকে শুরু করে শেষ অব্দি একটি মনোযোগ সহকারে পড়ুন আর দেখে নিন আপনার কাঙ্খিত প্রশ্নের সঠিক উত্তরটি। তাহলে চলুন দেখে নেয়া যাক প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল।
প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণ হল আহত ও অতৃপ্ত জাতীয়তাবাদ। এটা কে বিতর্কিত কারণ হিসেবে ধরা চলে।বলকান, বুলগেরিয়া, রুমানিয়া, গ্রিস, সার্বিয়া প্রভৃতি প্রতিটি রাজ্যই প্রচলিত ব্যবস্থায় প্রচন্ড ক্ষুখ ছিল। যেমন অস্ট্রিয়ার সঙ্গে যুক্ত বসনিয়া ও হার জিগোভিনা সার্বিয়ার সঙ্গে যুক্ত হতে চেয়েছিল, আবার ফ্রান্স প্রাশিয়ার দখল থেকে আলসাস ও লোরেনকে মুক্ত করতে চেয়েছিল। এইসকল বিভিন্ন উত্তেজনা ও দ্বন্দ্বের চূড়ান্ত পরিণতি হল প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের জন্য অনেকাংশেই দায়ী ছিল বলকান অঞ্চলের উত্তেজনা। বিভিন্ন বলকানজাতি গণ আন্দোলন দ্বারা তুরস্কের অধীনতামুক্ত হলেও তাদের পারস্পরিক বিরোধের চূড়ান্ত মীমাংসা ঘটেনি।
প্রথম বিশ্বযুদ্ধ একটি বৈশ্বিক যুদ্ধ, যা ১৯১৪ সালের ২৮ জুলাই ইউরোপে শুরু হয় এবং ১৯১৮ সালের ১১ নভেম্বর পর্যন্ত স্থায়ী হয়। এই যুদ্ধ ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংঘাতের একটি। এ যুদ্ধের ফলে পরবর্তী সময়ে এর সঙ্গে যুক্ত থাকা দেশগুলোর রাজনীতিতে বিরাট পরিবর্তন আসে।
অস্ট্রিয়া-হাঙ্গেরি সার্বিয়ার ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হয় এবং ওই বছরের ২৮ জুলাই যুদ্ধ ঘোষণা করে। এ যুদ্ধে দুই দেশের বন্ধু রাষ্ট্রগুলো ধীরে ধীরে জড়িয়ে পড়ে। এতে যোগ দেয় সে সময়ের অর্থনৈতিক ভাবে শক্তিশালী প্রায় সব দেশ। এভাবে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়। এই মহা যুদ্ধে প্রায় ১৮৬ বিলিয়ন মার্কিন ডলার প্রত্যক্ষ ও ১৫১ বিলিয়ন মার্কিন ডলার পরোক্ষ খরচ হয়, যা এর আগে ঘটিত যেকোনো যুদ্ধ ব্যয়ের চেয়ে অনেক বেশি।
প্রথম বিশ্বযুদ্ধে টিতে ৯০ লাখ যোদ্ধা ও এক কোটি ২০ লাখ নিরীহ মানুষ নিহত হয়। প্রায় এক কোটি সৈন্য এবং দুই কোটি দশ লাখ সাধারণ মানুষ আহত হয়, এদের মধ্যে যুক্তরাষ্ট্রের ছিল এক লাখ ১৬ হাজার ৫১৬ জন। ৭০ লক্ষ মানুষ চিরতরে পঙ্গুত্ব বরণ করে। এছাড়া এই সময়কালে ইনফ্লুয়েঞ্জায় বিশ্বব্যাপী ৫ কোটি মানুষের মৃত্যু হয়। দীর্ঘ চার বছর ধরে চলতে থাকা এ যুদ্ধ বিশ্বের মানচিত্রে বড় ধরনের পরিবর্তন দেখা দেয়। প্রথম যুদ্ধের পর অনেক দেশে দুর্ভিক্ষ সৃষ্টি হয় অনেক দেশের অর্থনৈতিক অবস্থা খুব বাজে ভাবে ভেঙ্গে পড়ে। এই যুদ্ধের ফলে অনেক নিরীহ মানুষকে অকারণে প্রাণ দিতে হয়।
৩২ টি রাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে। অস্ট্রিয়া-হাঙ্গেরি, অটোম্যান সাম্রাজ্য, জার্মানি ও বুলগেরিয়া ছিলো অক্ষ শক্তি। অপরপক্ষে সার্বিয়া, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জাপান, ইতালি, রুমানিয়া ও আমেরিকা ছিলো মিত্রশক্তি। একশ বছর আগে প্যারিসের উত্তরে কমপিয়েনে বনে ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিরা যুদ্ধ বিরতিতে স্বাক্ষর করেন ও প্রথম বিশ্বযুদ্ধের ইতি টানেন।মানবজাতির ইতিহাসে এক ভয়ংকরতম বিভীষিকার নাম প্রথম বিশ্বযুদ্ধ। দেড়কোটি লোকের প্রাণহানি ঘটে, যাদের অর্ধকোটিই ছিলেন নিরীহ মানুষ।
আপনারা যারা প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয় এই প্রশ্নের উত্তরটি জানার জন্য ইন্টারনেটের বিভিন্ন জায়গায় অনুসন্ধান করছেন আমরা আপনাদের সুবিধার জন্য আমাদের আজকের এই আর্টিকেলটিতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আপনারা আমাদের ওয়েবসাইটে এসে আপনাদের প্রশ্নের সঠিক উত্তরটি জেনে নিন।