মুসলিম লীগ বাংলার অন্যতম একটি রাজনৈতিক দল। বহু প্রাচীন রাজনৈতিক দল গুলোর মধ্যে মুসলিম লীগ অন্যতম একটি। আর এই ঐতিহাসিক মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় প্রায় ১৯০৬ সালের ৩০ শে ডিসেম্বরে। প্রথমে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত করার সময় এর নাম ছিল নিখিল ভারত মুসলিম লীগ। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতার পর বাংলাদেশের সকল দলের সাথে এ দলটিও নিষিদ্ধ ছিল এবং ১৯৭৬ সালে আইন গতভাবে বৈধতা পায়। এই ঐতিহাসিক রাজনৈতিক দলটি সম্পর্কে আমাদের অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাই আপনার অনেকেই জানতে চান মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন। তাই আপনাদের সুবিধার জন্য আমরা আমাদের আজকের আর্টিকেলটিতে কাঙ্খিত এই প্রশ্নের উত্তর সম্পর্কে জানিয়ে দেব। তাছাড়া আপনাদের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে ও সাম্প্রতিক এ বিষয় গুলোসহ এই ধরনের প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটে লিখে থাকি।
মুসলিম লীগের উদ্দেশ্যাবলী ছিল মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করা, ব্রিটিশ সরকারের প্রতি মুসলমানদের আনুগত্য বৃদ্ধি করা, ভারতীয় অন্যান্য সম্প্রদায়, বিশেষ করে হিন্দুদের সঙ্গে মুসলমানদের অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তোলা। একটি মুসলিম রাজনৈতিক সংগঠনের জন্য যা যা প্রয়োজন সে বিষয়গুলো সম্পর্কে সকল সুযোগ-সুবিধা প্রদান করা। স্বাধীনতার পরে এই দলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে যোগ দেবার পর তার সঙ্গে একজন নেতা শাহ আজিজুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। বাংলাদেশ মুসলিম লীগ ১৯০৬ সালে ঢাকায় ব্রিটিশ রাজ্যের অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু
১৯৪৭ সালে ভারতের বিভাজন এবং পাকিস্তানের স্বাধীনতার পর, অল ইন্ডিয়া মুসলিম লীগ সংগঠনের নাম পরিবর্তন করে পাকিস্তান মুসলিম লীগ হয়ে ওঠে।
বঙ্গভঙ্গ আন্দোলনে মুসলিম লীগ ছিল সরকারের পক্ষে এবং আন্দোলনের বিরুদ্ধে। মুসলিম লীগের প্রত্যক্ষ মদতে এই সময় বাংলায় বহু সাম্প্রদায়িক দাঙ্গা ঘটে। মুসলিম লীগ প্রতিষ্ঠাই ভারতের যে সাম্প্রদায়িক মতভেদ সৃষ্টি হয়েছিল তা হলো বিচ্ছিন্নবাদ। এই মুসলিম লীগ রাজনৈতিক দলটির প্রতিষ্ঠা করার পরে ভারত ইতিহাসে যে রাজনৈতিক সাম্প্রদায়িকতার জন্ম দিয়েছিল তা বিষময় পরিণতি হিসেবে ১৯৪৭ সালে ভারত বিচ্ছেদ ঘটে। এই মুসলিম লীগ রাজনৈতি ক দলটি সম্পর্কে অনেক ধরনের তথ্য আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন জানিয়ে দেবো এই রাজনৈতিক দলটির প্রতিষ্ঠাতা কে ছিলেন। কোন নির্দিষ্ট ব্যক্তি এ রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করেননি। নবাব সলিমুল্লাহ, আগা খান এবং নওয়াব ভিকার উল মূলুক মুসলিম লীগ রাজনৈতিক দলটির প্রতিষ্ঠাতা ছিলেন। তাদের বিশেষ অবদানের জন্যই এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠাতা পেয়েছিল। এরাই ছিলেন মুসলিম লীগ গঠনের প্রধান উদ্যোক্তা।