অসমাপ্ত আত্মজীবনীর ভূমিকা কে লিখেছেন

অসমাপ্ত আত্মজীবনী এই বইটি বাঙ্গালীদের কাছে খুব জনপ্রিয় একটি বই। কারণ এই বইটি এদেশের মহানায়ক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত রচিত। বাংলা একাডেমির মাধ্যমে ২০১২ সালে এই বইটি সম্পূর্ণ ভাবে প্রকাশিত করা হয়। বিখ্যাত এই বইটি বাংলা ভাষা সহ আরো বিভিন্ন ভাষায় প্রকাশ করা হয়। সর্বশেষ এই বইটি গ্রিক ভাষায় সম্পূর্ণরূপে প্রকাশিত করা হয়েছে। শেখ মুজিবুর রহমানের জীবনের অনেক সময়ই কেটেছে জেল খানায় বন্দি অবস্থায়। তাই এসব বিষয়ে কে কেন্দ্র করে বইটি লেখা হয়েছে। জনপ্রিয় এই বইটি সম্পর্কে আমাদের অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাই আপনারা অনেকেই জেনে নিতে চান অসমাপ্ত আত্মজীবনীর ভূমিকা কে লিখেছেন। তাই আপনাদের কাঙ্খিত এই প্রশ্নের উত্তরটি সম্পর্কে আমরা আমাদের আজকের আর্টিকেলটিতে জানিয়ে দেবো। আর এ বিষয়টি সম্পর্কে জানতে হলে আপনাকে আমাদের ওয়েব সাইটে থাকা আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে হবে।

শেখ মুজিবুর রহমানের আত্মজীবন এই বইটিতে তুলে ধরা হয়েছে বাঙালি জাতির জন্য শেখ মুজিবুর রহমানের আত্ম ত্যাগের কথা। তিনি প্রতিনিয়ত বাঙালি জাতির জন্য সংগ্রাম করে গিয়েছেন। তিনি কখনো অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করেননি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বাঙালিকে কিভাবে সামনের দিকে অগ্রসর করানো যায় সেই প্রচেষ্টা করে গিয়েছেন। জীবন ভর তিনি বাঙালি জাতির জন্য সংগ্রাম করে গিয়েছে। অসমাপ্ত আত্মজীবনী এই বইটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের চাওয়া পাওয়া ও তার জীবন সম্পর্কে সকল ধরনের তথ্য এই বইটিতে সুস্পষ্ট ভাবে তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুধু বাঙ্গালীদের কাছে জনপ্রিয়তা ছিল না। সারা পৃথিবীর মানুষের কাছে তিনি ছিলেন একজন অন্যতম নেতা যা এই বইটিতে তুলে ধরা হয়েছে।

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, যা তিনি ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে অন্তরীণ অবস্থায় লেখা শুরু করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। তবে তিনি একজন নেতা ছিলেন বিশেষ কোনো লেখক ছিলেন না। জেল জুলুম নিগ্রহ নিপীড়ন তাকে সদা তাড়া করে ফিরেছে, রাজনৈতিক কর্মকাণ্ডে উৎসর্গী কৃত প্রাণ, সদাব্যস্ত বঙ্গবন্ধু যে আত্মজীবনী লেখায় হাত দিয়েছিলেন এবং কিছুটা লিখেছেন ও, এই বইটি তার সাক্ষর বহন করে চলেছে। তবে এই বইটি ভূমিকা লিখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বইটি তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক স্মৃতি কথা রয়ে গিয়েছে। বাঙালি জাতির জন্য তাকে কত ত্যাগ স্বীকার করতে হয়েছে বইটি পড়লে আমরা তা সহজে বুঝতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *