পাকিস্তান আমলে পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন

১৯৪৭ সাল থেকে ১৯৫৫ সাল পর্যন্ত পাকিস্তানকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল একটি হলো পূর্ব বাংলা আর একটি হল পশ্চিম বাংলা। ১৯৪৭ সালে পাকিস্তানের জন্মের পর থেকেই তৎকালীন পূর্ব বঙ্গ তথা বর্তমান বাংলাদেশ নিয়ে গঠিত যার একটি পূর্ব পাকিস্তান এবং অপরটি পশ্চিম পাকিস্তান।পূর্ব পাকিস্তান গঠিত হয়েছিল প্রধানত পূর্ব বঙ্গ নিয়ে যা বর্তমানের বাংলাদেশ। তাই পাকিস্তান আমলের পূর্ব বাংলাকে নিয়ে আমাদের অনেক সময় অনেক ক্ষেত্রেই অনেক প্রয়োজনীয় প্রশ্নের সম্মুখীন হতে হয়। আর এই বিষয় গুলো আমাদের অনেকেরই অজানা। তাই আপনাদের সুবিধার জন্য আমরা আমাদের আজকের আর্টিকেলটিতে আপনাদের কাঙ্খিত এই প্রশ্নের উত্তরটি সম্পর্কে জানিয়ে দেব। তাছাড়া আপনাদের জন্য এ ধরনের সাম্প্রতিক বিষয় ও দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে সকল প্রয়োজনীয় প্রশ্নের উত্তর গুলো আমাদের ওয়েবসাইটে আমরা প্রদান করি। আপনারা যে কোন প্রশ্নের উত্তর জানার জন্য প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

পাকিস্তান আমলে পূর্ব বাংলা বা পূর্ববঙ্গ ঐতিহাসিক ভাবে এই অঞ্চলটিকে বুঝিয়ে থাকে। পূর্ব বাংলা হয় পাকিস্তানের অংশ পূর্ব পাকিস্তান। পূর্ব থেকে জনগণ আশা করেছিলেন এবার পুনর্নির্ধারণ হয়ে আগের তুলনায় একটু সংকুচিত হয়ে তৎকালীন পূর্ববঙ্গ প্রদেশে রূপ নেয়। পরবর্তীতে পাকিস্তান সরকার পূর্ববঙ্গের নাম পরিবর্তন করে, এটার নামকরণ করে পূর্ব বাংলা। অনেক সময় এটাকে পাক বাংলা বলেও ডাকা হতো। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলে পূর্ব বাংলা বাংলাদেশের সীমানায় মধ্যে ঢুকে যায়। পাকিস্তান ক্ষমতা গ্রহণের পর পূর্ব পাকিস্তান পূর্বের পূর্ববঙ্গ পরিচালনার ক্ষমতা ছিল আনুষ্ঠানিক আর এটা সম্পূর্ণ গর্ভনর ওপর দায়িত্ব ছিল। নানা বিষয়ে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্যের সৃষ্টি হয় এবং তা আলাদা রাষ্ট্র হিসেবে চিহ্নিত হয়।

পাকিস্তানের অর্থনৈতিক ও জনসংখ্যা গত গুরুত্ব সত্ত্বেও পাকিস্তান সরকার ও সেনাবাহিনী পশ্চিম পাকিস্তানিদের পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের জন্য পাকিস্তানের দুই অংশের মধ্যে সংঘাতের প্রথম লক্ষণ হিসাবে প্রকাশ পায়। অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ে নেয়া নানা পদক্ষেপে পূর্ব পাকিস্তানে সাধারণ মানুষের মনে বিক্ষোভ দানা বাঁধতে থাকে। দুটি অঞ্চলের ভেতরের নানান ধরনের বিরোধিতার সৃষ্টি হয়। পাকিস্তান আমলের পূর্ব বাংলা সম্পর্কে অনেক ধরনের তথ্য আপনাদেরকে জানিয়ে দিলাম এখন আমরা আপনাদের কে জানিয়ে দেবো পাকিস্তান আমলের পূর্ব বাংলার গভর্নর কে ছিলেন। খাজা নাজিমুদ্দিন পাকিস্তান আমলের পূর্ব বাংলার গর্ভনর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন এই দায়িত্বে ছিলেন। তাছাড়া তিনি পাকিস্তান মুসলিম লীগের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *