১৯৭১ সালের ১৭ই এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার বেশ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ একটি স্বাধীন দেশ এই ঘোষণাটি পাঠ করেন। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্র টি প্রচার করা হয়েছিল ১০ই এপ্রিল মুজিবনগর থেকে। আর মার্চ মাস থেকে বাংলাদেশের স্বাধীনতা প্রথম সূত্রপাত ঘটে। ১৯৭১ সালের ২৫ শে মার্চ মধ্য রাতে বাঙালি জাতির ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তান হানাদার বাহিনীরা। তারা পূর্ব পরিকল্পনা অনুসারে নির্মম এই হত্যাকাণ্ড চালায় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ও রাতে গ্রেফতার করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ একটি স্বাধীন দেশ এই ঘোষণাটি প্রদান করেন। আর এই স্বাধীনতা কে ঘিরে আমাদের জানার আগ্রহ শেষ নেই। তাই আপনারা অনেকে জেনে নিতে চান স্বাধীনতার ইশতেহার পাঠ করেন কে। আর এই বিষয়টি সম্পর্কে আমরা আমাদের আজকের পোস্টটির মাধ্যমে আপনাদেরকে সঠিক উত্তরটি জানিয়ে দিব।
মানুষ জন্ম গতভাবে স্বাধীন। আর এই স্বাধীনতাতে যদি কোন শ্রেণী বা কোন ব্যক্তি বা কোন রাষ্ট্র বাঁধা দেয় সে ক্ষেত্রে মানুষ কখনো চুপ করে থাকতে পারে না তেমনি ১৯৭১ সালে বাঙালি জাতিরা চুপ করে থাকতে পারেনি তারা তাদের স্বাধীনতা রক্ষার জন্য নিজের জীবন দিতে পিছপা হয় নি। তারা যেকোনো মূল্যে বাংলাদেশকে স্বাধীন করে ছেড়েছে। ১৯৭১ সালের মার্চ মাস টি ছিল একটি উত্তাল মাস। মার্চ মাসে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত হওয়াই মানুষের মুখে তখন উচ্চারিত হতে থাকে স্বাধীনতার স্লোগান জয় বাংলা বীর বাঙালী অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর। এবং এর আগে ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বট তলায় বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা তোলা হয়েছিল।
পরবর্তী ১৯৭১ সালের ৩ ই মার্চ বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ন অধ্যায়। পাকিস্তান শাসক গোষ্ঠীর নানা অত্যাচার বাঙ্গালীদের মনে দানা বাঁধতে থাকে স্বাধীনতার স্বপ্ন। আর ১৯৭১ সালের মার্চ মাস থেকে থেকেই তারা মুক্তিযোদ্ধাদের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আর ৩ মার্চ পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া ঢাকায় পার্লামেন্টারি পার্টি গুলোর নেতাদের সঙ্গে এক গোলটেবিল বৈঠক আহবান করেন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন। বিকালে ছাত্রলীগ সভাপতি নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে পল্টন ময়দানে অনুষ্ঠিত হয় এক বিশাল ছাত্র জনসভা। আর সেই জনসভায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ বঙ্গবন্ধুর সামনে বাংলা দেশের স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। আর স্বাধীনতার ইশতেহারে বলা হয় ৫৪ হাজার ৫০৬ বর্গমাইল সাত কোটি মানুষের জন্য স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের নাম বাংলাদেশ।