এতিম কাকে বলে

এতিমের বাংলা প্রতিশব্দ হলো অনাথ। অর্থাৎ যে শশুর বাবা থাকেনা অর্থাৎ শিশুকালেই মারা যায় তাদেরকে অনাথ বলা হয়। অর্থাৎ যেসব শিশুদের তাদের শিশুকালেই পিতা মারা যায় পিতার আদেশ স্নেহ থেকে বঞ্চিত হয় সেসব শিশুদেরকে অনাথ শিশু বলা হয়। এ সকল অনাথ শিশুদের লালন-পালন করার জন্য যেমন অনাথ আশ্রম এবং অনেক ধরনের এতিমখানাও আমাদের দেশে রয়েছে। যাতে করে এই এতিম শিশু অর্থাৎ অনাথ শিশুরা তাদের স্নেহের থেকে বঞ্চিত হলেও সমাজে যেন ভালোভাবে লেখাপড়া করে তাদের জীবনটাকে ভালোভাবে গড়ে তুলতে পারে। আর এজন্যই অনেক সহৃদয় ব্যক্তিরা আমাদের দেশে অনেক এতিমখানা এবং অনাথ আশ্রম গড়ে তুলেছেন তাদের নিজেদের অর্থে অনেক সময় সরকারি অর্থে গড়ে উঠেছে অনাথ আশ্রম এবং এতিমখানা জাতীয় প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে সকল ধরনের এতিম শিশু অর্থাৎ অনাথ শিশু এসে তাদের লেখাপড়া এবং থাকা খাওয়ার বেড়ে ওঠার জায়গা পেয়ে থাকে।

আবার অনেক সময় দেখা যায় যে যদি কোন দম্পতির সন্তান না থাকে তাহলে এই অনাথ আশ্রম অথবা এতিমখানা থেকে শিশু দত্তক নিতে পারে। দত্তক নেওয়া শিশুদেরকে তাদের নিজের সন্তানের মতই লালন-পালন করে বড় করে তোলে এবং সমাজে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে থাকে এ সকল পিতা-মাতারা। তাই এই ধরনের সারিদায় ব্যক্তিদের কারণেই আমাদের দেশে অনেক এতিমখানা বা অনাথ আশ্রম গড়ে উঠেছে দেশের আনাচে-কানাচে। এবং এতিম শিশুরা যাতে তাদের 31 স্নেহের পরিবর্তে সমাজের অন্য কোন ব্যক্তিদের থেকে এ ধরনের আচরণ বা যত্ন পায় সেদিকে আমাদের অবশ্যই একটু সচেতন হতে হবে। যা আমাদের দেশের নাগরিকরা নিজ নিজ জায়গায় থেকে যদি একটু সচেতন হয় তাহলেই এ সকল অনাথ শিশুরা তাদের জীবনমান ভালোভাবে গড়ে তুলতে পারে।

এবং এ সকল জীবনমান কে তারা অবশ্যই ভালোভাবে তাদের জীবনের মান উন্নয়নে সাহায্য করতে পারে সেদিকে আমাদের সবারই সজাগ দৃষ্টি রাখতে হবে। যেহেতু এ সকল এতিম শিশুরা তাদের কৃষ্ণ বা মাতৃস্নেহ থেকে অনেক দূরে থাকে এই কারণে অবশ্যই আমাদের তাদের প্রতি ভালোবাসা বা স্নেহের কোনরকম কমতি থাকা চলবে না। যদি এতিমখানা বা অনাথ আশ্রমে নাও যায় তাহলে সে সকল শিশুদেরকে আমাদের বিদ্যালয়ে বা হাটে বাজারে যেখানেই থাকুক সবাই অবশ্যই তাদের প্রতি বিরূপ আচরণ করা কখনোই কাম্য হবে না। তবে আমাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা থাকবে যেন কেউ এতিম না হয়ে থাকে। কারণ পিতা-মাতাকে হারানো অনেকটা দুঃখের বিষয় আমাদের সকলের কাছেই।

যেহেতু আমাদের পিতৃতান্ত্রিক পরিবার তাই পিতৃতান্ত্রিক পরিবারে বিদায় একমাত্র উপার্জন কম ব্যক্তির হয়ে থাকেন। এবং সন্তানদের কাছে তার পিতাই সকল ধরনের খরচ বহন করে থাকেন। আমাদের দেশে যেহেতু মায়েদের তেমন ধরনের বাইরে কাজের সুযোগ নেই সেজন্য মায়েরা সংসার চালাতে অবশ্যই হিমশিম খেয়ে যায় যদি ছেলের বা তার সন্তানের বাবা না থাকে পাশে। তাই আপনারা আমরা সকলেই যেন এ ধরনের এতিম বা অনাথ শিশুদের প্রতি একটু সহানুভূতিশীল মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে তাদের লালন পালনের ক্ষেত্রে বা তাদের একটু সাহায্য সহযোগিতা করার স্বার্থে। তাই আপনারা আমাদের ওয়েবসাইটটি অবশ্যই ভিজিট করবেন কারণ আমাদের ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় সকল ধরনের তথ্য উপাত্ত পেতে পারবেন অত্যন্ত সহজেই। তাই আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং দেখে নিন সকল ধরনের প্রশ্নের উত্তরগুলি।

আর এ কারণে আপনারা আমাদের ওয়েবসাইটটি বারবার ভিজিট করুন এবং দেখে নিন আপনার প্রয়োজনীয় প্রশ্নের উত্তরগুলি কি হবে এবং যদি প্রশ্নের উত্তরগুলি পছন্দ হয় তাহলে ডাউনলোড করেও নিতে পারবেন। প্রশ্নের উত্তরগুলি ডাউনলোড করে নিতে আপনাদের আলাদা কোন চার্জ প্রয়োজন হবে না। তাহলে এখন দেখা যাক এতিমের সংজ্ঞা কি হতে পারে।

এতিম: যে বালক বা বালিকা প্রাপ্তবয়স্ক হবার পূর্বে পিতৃহারা হয়ে পিতৃস্নেহ বঞ্চিত হয়, পারিভাষিক অর্থে তাকে এতিম বলা হয়। বাংলায় এতিমের প্রতিশব্দ হলো অনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *