মহান আল্লাহ তা’আলা আমাদের এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, তার এই সৃষ্টি পৃথিবীতে অনেক নেয়ামত দান করেছেন মানুষের জন্য। তার এই সৃষ্টি জিনিসগুলো সবকিছু আমাদের জন্য। তবে সৃষ্টিকর্তার এই সৃষ্টি দেখে কেউ যদি কোনো বৈধ, সুন্দর ও ভালো কিছু দেখে মুগ্ধ হন, তখন বরকতের জন্য দোয়া করতে হয়। তাই আমরা পৃথিবীতে যত ভালো জিনিস গুলো দেখবো এবং সেগুলো আহার করব এবং আহারের শেষে আমরা আল্লাহুম্মা বারিক লাহা এই দোয়াটি অবশ্যই পারব কারণ এই দোয়ার মধ্যে রয়েছে অশেষ বরকত।
আল্লাহুম্মা বারিক এই শব্দটির অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে আপনার নিয়ামতের যেগুলো আমরা আহার করছি তার ওপর বরকতে ভরে দিন। আমাদের নবী মহানবী (সা:) তিনি বলেন একজন মুসলমানের অন্য আরেকজন মুসলিম ভাইয়ের কোন জিনিস বা বা তার কোন কিছু দেখে দেখে ভালো লাগে বা সে জিনিসটা দেখে যদি বিমুগ্ধ হয় সেজন্য তা দেখে তার জন্য আল্লাহুম্মা বারিক লাহা এই দোয়াটা যেন অবশ্যই করে।
পক্ষান্তরে যে ব্যক্তি আরেকটি ব্যক্তির জন্য দোয়া করল সে নিজেও সোয়াবের অংশীদারি হলেন এবং যার জন্য দোয়া করলেন সেও সোয়াবের অংশী দাঁরি হলেন। তবে কোন ব্যক্তি যদি তার মুসলিম ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করার আশঙ্কা না করে নিজের থেকে সেই ব্যক্তির ক্ষতির কোন ভয় থাকে না। তাহলে এমন সময় দোয়াটি করা ওয়াজিব। তবে বরকত এর দোয়া উভয়ের জন্য জরুরী।
আপনারা যারা এই দোয়াটি সম্পর্কে জানতে চেয়েছিলেন কিসের দোয়া, এবং এই দোয়ার পরলে কি হয় ইত্যাদি আশা করছি আপনি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি আমাদের এখান থেকে পেয়ে যাবেন।