প্লাস্টার অফ প্যারিস বলা হয় কাকে Plaster of Paris Bola Hoi kake

আপনারা যারা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট ও মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা অনেকেই প্লাস্টার অফ প্যারিস বলা হয় কাকে এই প্রশ্নটির সামনে মুখোমুখি হতে হয়েছে, অনেকে পরীক্ষার পথে উত্তর দেওয়ার পরও তার উত্তর সঠিক হয়েছে কিনা সেটা মূল্যায়ন করার জন্য বিভিন্ন সামাজিক মাধ্যমে অনুসন্ধান করার চেষ্টা করেন তাদের জন্য আমাদের কাছে সঠিক উত্তরটি রয়েছে। প্লাস্টার অফ প্যারিস বলা হয় দুই অনু পানি সহযোগে গঠিত ক্যালসিয়াম সালফেটের অনু দ্বারা গঠিত কে প্লাস্টার অফ প্যারিস বলা হয়।

এটিকে প্লাস্টার অফ প্যারিস বলা হয় কারণ ডাক্তাররা ফ্যাকচার হার কে সঠিকভাবে রাখার জন্য প্লাস্টার হিসাবে এটিকে ব্যবহার করেন। প্যারিসের মন্ট মাত্রে পাহাড়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও সালফেট হেমি হাইড্রোজ জমা থাকাই প্লাস্টার অফ প্যারিস নামটি উদ্ভাবন করা হয়। প্লাস্টার অফ প্যারিস বিভিন্ন কাজে লেগে থাকে দালানের অভ্যন্তরীণ সৌন্দর্য বৃদ্ধিতে, তথা অভ্যন্তরে দেয়ালের গায়ে বিভিন্য নকশা তৈরীতে ব্যবহার করা হয়। এছড়াও জিপসাম বা প্লাস্টার অব প্যারিস এর সাহায্যে বিভিন্ন সৌখিন জিনিসপত্র বানানো হয়ে থাকে।

তথা কোথাও  হাড় ভেঙ্গে গেলে ডাক্তাররা যেটা দিয়ে প্লাস্টার করা হয় ওটাকেই সাধারণত প্লাস্টিক অফ প্যারিস নামে পরিচিতি দেওয়া হয়েছে। প্লাস্টার অফ প্যারিস তেমন কিছুই না জিপসাম নামের এক পাথর জাতীয় খনিজ কে একটু তাপ দিলেই তৈরি হয় এই চট করে জমাট বাধা প্লাস্টারটি। এই জিপসাম টি অনেক জায়গাতে পাওয়া গেলেও প্যারিসের মাউন্টেন পাহাড়ে জিপসামের অবস্থান পর্যাপ্ত।

আপনারা যারা প্লাস্টার অফ প্যারিস বলা হয় কাকে এই প্রশ্নের সঠিক উত্তরটি জানতে চাচ্ছেন আমাদের এখান থেকে এসে আপনি এই প্রশ্নের উত্তরটি সঠিক জেনে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *