রোজার নিয়ত কখন করতে হয়

মমিন ব্যক্তিদের কাছে রোজা একটি গুরুত্বপূর্ণ এবাদত। ইসলাম ধর্মে পাঁচটি স্তম্ভের মধ্যে রোজা অন্যতম। আমরা অনেকেই রোজা রাখার নিয়ম বা রোজা রাখার নিয়ত ইত্যাদি এসব সম্পর্কে জানিনা তাই আপনারা যারা এসব প্রশ্নের উত্তর অনুসন্ধান করছেন আপনাদের বলব আপনি সঠিক জায়গাটি বেছে নিয়ে এইসব প্রশ্নের উত্তর দেখে নিতে পারবেন তাই আপনি আমাদের এখান থেকে এসে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর দিতে জেনে নিতে পারেন।

রোজার নিয়ত করা ফরজ। নিয়ত অর্থ সংকল্প। যেমন, মনে মনে এ সংকল্প করবে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালের রোজা রাখছি। রাতে নিয়ত করতে না পারলে দিনে সূর্য ঢলের প্রায় এক ঘণ্টা আগে নিয়ত করলেও রোজা হয়ে যাবে। রোযা রাখার উদ্দেশ্যে সাহরী খেলে নিয়ত হয়ে যাবে রোযার উদ্দেশ্যে সাহরী খেলে সেটাই নিয়তের জন্য যথেষ্ট হবে। উল্লেখ্য, রাতে রোযার নিয়ত করার পর সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাস ইত্যাদি করা জায়েয আছে।

রোজা শুদ্ধ হওয়ার জন্য নিয়ত আবশ্যক। নিয়ত ছাড়া কোনো আমলই গ্রহণযোগ্য নয়। নিশ্চয় সমস্ত আমল নিয়তের ওপরই নির্ভরশীল আর প্রতিটি ব্যক্তিই যা নিয়ত করে তাই পায়। নিয়ত ছাড়া সারাদিন না খেয়ে থাকলেও রোজা আদায় হবে না। অবশ্য মুখে উচ্চারণ করে নিয়ত করা জরুরি নয়। বরং অন্তরে রোজার রাখার ইচ্ছাটাই করাই যথেষ্ট। এমনকি রোজার উদ্দেশে সাহরি খেলেই রোজার নিয়ত হয়ে যায়।

আপনারা যারা রোজার নিয়ত কখন করতে হয় এই প্রশ্নের উত্তরটি জানতে চাচ্ছিলেন আমরা আপনাদের কাঙ্খিত প্রশ্নটি উত্তরটি আমাদের এখান থেকে জানিয়ে দিলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *