বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র কি

কোন সমতলে একটি বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে অপর একটি বিন্দু তার চারিদিকে একবার ঘুরে এলে তাকে বৃত্ত বলে। আমাদের এই বৃত্তেরই পরিধি নির্ণয় করতে হবে। আমাদের ওয়েবসাইটটি আপনারা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে শিক্ষা বিষয়ক সকল প্রশ্নের উত্তর দেওয়া থাকে। শিক্ষার যাবতীয় প্রশ্নের উত্তর পেতে আপনারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। আমাদের ওয়েবসাইটে সব সময় সকল প্রশ্নের উত্তর ১০০% সঠিক বিশুদ্ধ দেওয়া থাকে।

আমাদের ওয়েবসাইটের সকল প্রশ্নের উত্তরগুলি অত্যন্ত সহজ সরল প্রাঞ্জল এবং বোধগম্য ভাষায় দেওয়া থাকে। তাই যে কোন শিক্ষার্থীর ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের প্রশ্নের উত্তরগুলি বোধগম্য হবে। কোন শিক্ষার্থী যদি স্যারদের কথা ঠিকমত বুঝতে নাও পারে তাহলেও আমাদের প্রশ্নের উত্তরগুলি দেখলে সে অবশ্যই বুঝতে পারবে। আমাদের কাজের স্পৃহা বাড়াতে অবশ্যই আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আমাদের পাশে থাকবেন।

আমরাও আমাদের সাধ্যমত সকল প্রশ্নের উত্তরগুলি অত্যন্ত সঠিক সুন্দর নিয়মে প্রকাশ করে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করে যাব। শিক্ষার্থীদের জীবনে জ্যামিতি একটি বিশেষ ভূমিকা রাখে। গণিত এবং জ্যামিতি পাশাপাশি অবস্থান করে। জ্যামিতি ঠিকমত বুঝতে না পারলে গণিত ঠিকমতো বোঝা যায় না। জ্যামিতি প্রশ্নের উত্তর অবশ্যই করতে হবে কারণ জ্যামিতিতে অনেকগুলি মার্কস থাকে। যদি কোন শিক্ষার্থী জ্যামিতি করতে না পারে তাহলে তার সেই নম্বরগুলো কাটা যাবে।

আর নম্বর কাটা গেলে সে অবশ্যই গণিতে ভালো রেজাল্ট করতে পারবেনা।তাই তাকে অবশ্যই জ্যামিতি গুলো ভালো করে আঁকতে হবে বুঝতে হবে এবং প্রয়োজনে তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে যেতে পারে। আমাদের ওয়েবসাইটে তাদের চাওয়া-পাওয়ার সকল প্রশ্নের উত্তর দেওয়া আছে। তাই বৃত্তের পরিধি নির্ণয় করতে হলে আমাদের বৃত্ত সম্পর্কে অবশ্যই জানতে হবে। বৃত্তকে বক্ররেখা বলা হয়। বৃত্তচাপ একটি বৃত্তেরই অংশ। বৃত্তের যেকোনো দুটি বিন্দুর মধ্যে পরিধির অংশকে চাপ বলে। একটি কোন কোন বৃত্তে একটি চাপ খন্ডিত বা চিহ্ন করে বলা হয় যদি চাপটির প্রত্যেক প্রান্তবিন্দু কোনটির বাহুতে অবস্থিত হয় তখন। কোনটির প্রত্যেক বাহুতে চাপটির অন্তত একটি প্রান্তবিন্দু অবস্থিত হয়। বৃত্তের দুইটি যা পরস্পরকে বৃত্তের ওপর কোন বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী কোণ কে বৃত্তস্থ কোণ বা বৃত্তে অন্তর লিখিত কোন বলা হয়।

একটি বৃত্তস্থ কোণ ভিত্তে যে চাপ পন্ডিত করে কোনটি সেই চাপের উপর দন্ডায়মান এবং খন্ডিত চাপের অনুবন্ধী চাপে অন্তরলিখিত বলা হয়। এছাড়াও আমরা বলতে পারি যে বৃত্ত একটি সমতলীয় জ্যামিতিক চিত্র যার বিন্দুগুলি কোন নির্দিষ্ট বিন্দু থেকে সম দূরত্বে অবস্থিত থাকে। বৃত্ত সম্পর্কিত বিভিন্ন ধারণা যেমন কেন্দ্র ব্যাস ব্যাসার্ধ যা ইত্যাদি বিষয়ে জানার প্রয়োজন আছে।

তাহলে আমরা এসব সম্পর্কে জানলে বৃত্তের সকল কিছুই আমরা করে দিতে পারবো বা নির্ণয় করতে পারবো। বৃত্ত একটি সমতলীয় জ্যামিতিক চিত্র যার বিন্দুগুলি কোন নির্দিষ্ট বিন্দু থেকে সমদুরত্ব অবস্থিত থাকে। বৃত্তের একটি নির্দিষ্ট কেন্দ্র থাকে। নির্দিষ্ট বিন্দু থেকে সমুদ্রত্ব বজায় রেখে কোন বিন্দু যে আবদ্ধপদ চিত্রিত হয় আসলে তাকেই বৃত্ত বলি আমরা। বৃত্তের অনেকগুলি অংশ থাকে যেমন যে বৃত্তচাপ ব্যাস ব্যাসার্ধ কেন্দ্র ইত্যাদি।

এখন দেখা যাক বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্রটি কি।
বৃত্তের পরিধি=2 Pai r একক।
অর্থাৎ বৃত্তের চাপের কোন বিন্দু থেকে এক এক পাঠ ঘুরলে বৃত্তের পরিধি সমান দৈর্ঘ্য হয়।

তাহলে আমরা বৃত্ত সম্পর্কে যাবতীয় তথ্যাবলী দেখলাম এবং বৃত্তের পরিধি ও নির্ণয় করতে শিখলাম। এখন তাহলে বৃত্ত সম্পর্কে সকল প্রশ্নের উত্তর দিতে পারব। এছাড়াও বৃত্ত সম্পর্কে যদি আরো কোন প্রশ্নের প্রশ্নের মনে অবতারণা হয় তাহলে আমাদের ওয়েবসাইটে এসে অবশ্যই দেখে যাবে। যেহেতু আমাদের ওয়েবসাইটে সকল ধরনের প্রশ্নের উত্তর পাওয়া যায়। তাই তোমরা খালি হাতে ফিরবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *