নবম দশম শ্রেণীর গণিত সমাধান ডাউনলোড

নবম দশম শ্রেণীর গণিত সমাধান, আমাদের এই ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সমাধানটি। যাদের বই খুলে গণিতের প্রশ্ন দেখার সময় নেই অথবা যাদের বাসায় কোন গাইড বা নোট বই নেই অথবা যারা কোন স্যারদের কাছে গণিত শিখেনা তাদের জন্য আমাদের এই ওয়েবসাইটে আছে সম্পূর্ণ নির্ভুল নবম-দশম শ্রেণীর গণিত সমাধান। তোমরা যারা ক্লাসের স্যারদের কথা ঠিকমত বুঝতে পারো না বা যে স্যাররা তোমাদের গণিত শেখায় তাদের কথা ঠিক মত বুঝতে পারলো না তাদের জন্য আমাদের এই ওয়েবসাইটে সম্পূর্ণ নির্ভুল নবম দশম শ্রেণীর গণিত সমাধান দেওয়া আছে। আর যারা সম্পন্ন গণ িত বইয়ের সমাধান ডাউনলোড করে নিতে চাও তারাও খুব সহজেই আমাদের ওয়েবসাইট থেকে গণিত নবম দশম গণিত বইটির সমাধান ডাউনলোড করে নিতে পারবে অন্যান্য কোন চার্জ ছাড়াই।

তাই নবম-দশম শ্রেণীর গণিত বইয়ের অংক গুলো তোমরা এখনই আমাদের এই ওয়েবসাইটে এসে ভিজিট করে দেখ নিতে পারো। নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথমে বাস্তব সংখ্যা দিয়ে শুরু হয়েছে। এই বাস্তব সংখ্যা বুঝতে হলে তোমাদের সংখ্যাগুলোর ধারণা থাকতে হবে। সংখ্যা গুলো সম্পর্কে যদি ভালো ধারণা থাকে তাহলেই বাস্তব সংখ্যা, স্বাভাবিক সংখ্যা , ঋণাত্মক সংখ্যা , ধনাত্মক সংখ্যা, অরিনাত্মক সংখ্যা, ইত্যাদি বিষয়ে বোঝা যাবে। এর পরেই আছে সেট, ফাংশন ,সেটের প্রকারভেদ , সেট বলতে কী বোঝো, ফাংশন কি, অন্বয় কি ,বিপরীত ফাংশন কি ,এগুলো সম্পর্কে ধারণা। আমাদের এই ওয়েবসাইটে এই সেট ফাংশন অন নয় বিপরীত ফাংশন ইত্যাদির ধারণা খুব ভালোভাবেই দেওয়া হয়েছে।

এরপরে এই বইয়ের সবচাইতে সহজ অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায় এখানে বীজগাণিতীয় রাশি বীজগণিতের রাশির যাবতীয় সূত্রাবলী এই অধ্যায় দেওয়া আছে এবং আমাদের ওয়েবসাইটেও এই বীজগণিতীয় রাশির যাবতীয় সূত্র প্রকাশ করা আছে তোমরা চাইলে এখান থেকেও বীজগণিতের সকল সূত্র দেখে নিতে পারবে। বীজগাণিতীয় রাশির মোট পাঁচটি অধ্যায় আছে। এর মধ্যে প্রথম তিনটি অনুশীলনী থেকে তোমরা এসএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি অংক কমন পাবে। এছাড়াও এই অধ্যায়ের শেষের অনুশীলনীর লিখিত অংক তোমরা কমন পেতে পারো, তাই এই অধ্যায়টিও খুব ভালোভাবে শিখে নিতে হবে।

আবার সূচক ও লগারিদম অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকেও প্রায় বছরেই এসএসসি পরীক্ষায় অংক চলে আসে। তাই তোমরা এই অধ্যায়ন বাদ দিবে না এখান থেকেও অংক কমন আসবে। পঞ্চম অধ্যায়ের অনুপাত সমানুপাত এর জন্য দুটি অনুসরণ নিয়ে আছে এই দুইটি অনুসরণী থেকে প্রায় বছরই একটি করে অংক প্রশ্ন এসএসসিতে চলে আসে তাই আমাদের এই অনুষ্ঠানের দিকেও নজর দিতে হবে আমাদের ওয়েবসাইটে গণিতের ভালো করে যত্ন সহকারে করে দেওয়া হয়েছে যাতে শিক্ষার্থীরা খুব সহজেই বুঝে নিতে পারে তাই তোমরা এখান থেকেই গণিত বিষয়ের সব রকম সমস্যার সমাধান নিতে পারবে।

ষষ্ঠ সপ্তম অষ্টম অধ্যায় জ্যামিতি সম্পর্কে সমাধান দেওয়া আছে। তোমরা যারা জ্যামিতিতে খুব ভয় পাও তাদের জন্য আমাদের এই ওয়েবসাইটটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ আমাদের এখানে সহজবোধ্য করে জ্যামিতির প্রশ্নগুলির সমাধান দেওয়া হয়েছে। তাই তোমরা এখান থেকে জ্যামিতির সব প্রশ্নের উত্তর ডাউনলোড করে নিলে অথবা ভিজিট করলে সহজেই তোমাদের মগজে ভালোভাবে ঢুকে যাবে।

এরপরে ত্রিকোণমিতির অংক গুলি আছে নবম অধ্যায় এবং দশম অধ্যায় ত্রিকোণমিতির সমস্যাগুলি খুব বেশি দুর্বুদ্ধ নয় তাই একটু চর্চা করলেই ত্রিকোণমিতি সম্পর্কিত সকল সমস্যার উত্তর দিতে তোমাদের বেশি কষ্ট করতে হবে না। দশমহের দূরত্ব সম্পর্কিত ও উচ্চতা সম্পর্কিত যে সমস্যা বলি আছে সেখান হতে প্রতিবছরই একটি প্রশ্ন এসএসসি পরীক্ষায় এসে যায় তাই তোমরা অবহেলা না করে এই প্রশ্ন গুলিও ভালোভাবে বুঝে নিতে পারো আমাদের এই ওয়েবসাইট থেকে। তাই বন্ধুরা তোমাদেরকে বলছি অন্যদিকে না ঘুরে আমাদের এই ওয়েবসাইটটি তোমাদের ভিজিট করলে অনেক উপকার হবে এবং পরীক্ষায় পাশের জন্য অথবা ভালো মার্কস পাওয়ার জন্য তোমাদের আর কোন চিন্তা থাকবে না । আশা করি সবাই বুঝতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *