ভাষা আন্দোলন বাঙালিদের জন্য ও বাংলাদেশের মানুষের জন্য একটি অবিস্মরণীয় ঘটনা। ভাষার জন্য প্রাণ কোন সংস্কৃতি বা কোন রাষ্ট্রে হয়তো এটাই প্রথম। তাই ইতিহাসে এটা একটি বিরল ঘটনা হিসেবে পরিচিত লাভ পায়। তাই শুধু বাংলাদেশে নয় এখন এটি সারা বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। আর এটা বাংলা দেশের জন্য একটি গৌরবের বিষয়। আপনারা ভাষা ইতিহাস ও ভাষা সংক্রান্ত সম্পর্কে জানতে বেশ আগ্রহী তাই গুগলে অনেকেই অনেক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তার মধ্যে অন্যতম একটি প্রশ্ন হল ইউনেস্কো কত সালে ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। তাই এ প্রশ্নের উত্তরটি আমাদের আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। চলুন দেখে নেয়া যাক আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তরটি।
একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির কাছে চির স্মরণীয় ও শোকাবহ একটি দিন। সেদিন মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল যেটা বাংলার ইতিহাসে নেককার জনক একটি ঘটনা। যেমন এই ভাষা জন্য বাঙ্গালীদের প্রান দিতে হয়েছে তেমনি তার সম মর্যদা গোটা বিশ্ব বর্তমানে তা প্রদান করছে। তারিখ প্রেক্ষাপটে ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর ইউনেস্কো তার ৩০ তম অধিবেশনে নির্বাহী পরিষদে ১৫৭ তম অধিবেশনে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করেন। এবং জাতিসংঘ ৫ ডিসেম্বর ২০০৮ সালে সর্বপ্রথম একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দান করে।
আপনারা যারা ইউনেস্কো কত সালে ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এ প্রশ্নের উত্তর খুঁজছিলেন আমাদের আজকের এই আর্টিকেলটিতে এ প্রশ্নের উত্তরটি দেওয়া হলো। আমাদের এখান থেকে এসে এ প্রশ্নের উত্তরটি আপনি জেনে নিন।