রক্ত কত প্রকার

প্রাণীদেহের জীবন শক্তির মূল উৎসই হলো রক্ত। রক্ত মানবদেহের জন্য প্রয়োজনীয় একটি অংশ। রক্তের মাধ্যমে একটি প্রাণী দেহে বেঁচে থাকতে পারে। একটি প্রাণীদেহে সব কোষ সতেজ ও সুন্দর করে রাখতে ও স্বাভাবিক সতেজ রাখতে রক্তের গুরুত্ব অপরিসীম। আপনি যখন কোন রোগে আক্রান্ত হবেন চিকিৎসকরা সর্বপ্রথম আপনাকে রক্ত পরীক্ষার পরামর্শ দিয়ে থাকে। কারণ রক্তের উপাদান গুলো সঠিক মাত্রায় আছে কিনা সেটা দেখার জন্য। রক্ত পরীক্ষার মাধ্যমে যে কোন জটিল রোগ শনাক্ত করা যায়।

তাই রক্ত সম্পর্কে আমাদের সবারই ন্যূনতম একটু ধারণা থাকাটা জরুরী। তাই আপনারা অনেকেই রক্ত কত প্রকার এই প্রসঙ্গে জানার জন্য গুগল সহ ইন্টারনেটে বারবার সার্চ করে থাকছেন। তাই আপনাদের সুবিধার জন্য আমাদের আজকের এই আর্টিকেলটিতে রক্ত কত প্রকার এ প্রসঙ্গে আলোচনা করব, আপনারা এ প্রসঙ্গে জানতে হলে আমাদের আজকের এই আর্টিকেলটি একটু মনোযোগ সহকারে পড়ুন আর দেখে নিন আপনার প্রশ্নের উত্তরটি।

রক্ত কত প্রকার এ প্রসঙ্গে জানার আগে আমরা রক্ত কি সে বিষয়টা একটু জেনে রাখি রক্ত হলো একটি অস্বচ্ছ, মৃদু ক্ষারীয় এবং লবণাক্ত তরল পদার্থ। একে তরল যোজক কলাও বলা হয়। যা হৃদপিণ্ড, শিরা, উপশিরা, ধমনী এবং কৌশিক নালী পথে আবর্তিত হয়। একটু সহজ ভাষায় বলতে গেলে মানব দেহের কোন অংশ কেটে গেলে যে লাল অংশ বের হয় সেটা হলো রক্ত।

রক্তকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়।
১. রক্তরস বা প্লাজমা ও ২. রক্তকণিকা।

আপনারা যারা রক্ত কত প্রকার এই বিষয়টি জানতে চাচ্ছিলেন আমাদের আজকের এই আর্টিকেলটিতে আলোচনা করা হলো, আপনারা আমাদের ওয়েবসাইটে এসে এই প্রশ্নের উত্তরটি জেনে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *