চন্দ্রগ্রহণ ২০২৩ বাংলাদেশ সময় কখন

সূর্যের আলো চন্দের উপর পরে প্রতিফলিত হলে চন্দ্রকে আলোকিত দেখা যায়। নিজ নিজ কক্ষে ভ্রমণরত অবস্থায় সূর্য চন্দ্র পৃথিবী একসাথে সরলরেখায় অবস্থানকালে চন্দ্র পৃথিবীর ছায়াতে অবস্থিত হয় আর এই ছায়া অতিক্রম করার সময় সূর্যের আলো তখন বাধা প্রাপ্ত হয় তখনই পৃথিবীতে চন্দ্রগ্রহণ ঘটে। অনেকেই চন্দ্রগ্রহণটি খুব আগ্রহ সঙ্গে দেখে, তাই অনেকেই 2022 সালের চন্দ্রগ্রহণ কখন জানতে চেয়েছেন তাই আপনাদের জন্য আমরা আমাদের আর্টিকেলটির মাধ্যমে জানিয়ে দিব 2022 সালের চন্দ্রগ্রহণের সময় কখন। আপনি যদি ২০২২ সালের চন্দ্রগ্রহণের সাক্ষী হতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণভাবে পড়ুন।

চন্দ্রগ্রহণ কি

পৃথিবীর যখন তার পরিভ্রমণ অবস্থায় চাঁদ ও সূর্যের মাঝামাঝি অবস্থায় পড়ে, তখন পৃথিবীপৃষ্ঠ থেকে চাঁদ কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে যায়। আর চাঁদের এই অদৃশ্য হওয়াকেই চন্দ্রগ্রহণ বলা হয়।

চন্দ্রগ্রহণ ২০২২ বাংলাদেশ সময়

পঞ্জিকা অনুসারে ২০২২ সালে দুটি চন্দ্রগ্রহণ হতে পারে। সম্ভাব্য তারিখ অনুযায়ী 2022 সালের মাঝামাঝি অনুযায়ী প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে পারে অথবা 2022 সালের শেষের দিকে শেষ চন্দ্রগ্রহণটি হতে পারে। বিশ্বের অনেক দেশেই এই চন্দ্রগ্রহণটি দেখা যাবে। তাই বিশ্বের সব দেশের সাথে সাথে বাংলাদেশেও চন্দ্রগ্রহণটি দেখা যাবে। প্রথম চন্দ্র গ্রহণটি জ্যোতিষ্য ভাষ্য মতে ২০২২ সালের নভেম্বর মাসে বাংলাদেশে দেখা যেতে পারে। পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লে তখন সেটা চন্দ্রগ্রহণে রূপ নাই। একটি চন্দ্রগ্রহণ সাধারণত একটি পূর্ণিমা রাতে ঘটে থাকে।

অনেকে অনেক কিছু বিশ্বাস করে এজন্য গ্রহণের সময়। আবার অনেক কাছ থেকে নিজেদের বিরত রাখতে হয় এই চন্দ্রগ্রহণের সময়। পূর্ণ চন্দ্রগ্রহণের সময় সূতক বৈধ হতে পারে। চন্দ্রগ্রহণটি বাংলাদেশ সময় দুপুর একটা ত্রিশ থেকে শুরু করে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ পর্যন্ত বাংলাদেশে স্থায়িত্ব থাকবে। চন্দ্র সূর্যের আলোয় আলোকিত হয়। সূর্যের আলো চন্দ্র উপর পড়লে প্রতিফলনের মাধ্যমে চন্দ্র আলোকিত হয়। চন্দ্রগ্রহনকে মনের কারক হিসেবে ধরা হয়। সেজন্য জ্যোতিষীরা বলে জীব জগতের ওপর চন্দ্র গ্রহণের বিশেষ একটি প্রভাব রয়েছে। পুরান মতে কেতু চন্দ্রকে গ্রাস করলে সেই সময়কালে চন্দ্রগ্রহণ শুরু হয়।

চন্দ্রগ্রহণ কবে হবে ২০২২ সময়

জ্যোতিষদের ভাষ্য মতে ও বর্ষপঞ্জিকা হিসাব অনুযায়ী চন্দ্রগ্রহণের একটি নির্দিষ্ট সময় প্রদান করেছে এখানে একটি সম্ভাব্য মাস ও তারিখ প্রদান করা হয়েছে চন্দ্রগ্রহণের 2022 সালের 16ই মে প্রথম চন্দ্রগ্রহণটি বাংলাদেশে দেখা যাবে। এবং তারিখ এর পাশাপাশি কিছু সম্ভাব্যসমূহ বলা হয়েছে যেখানে গ্রহণ স্পর্শ হবে সকাল সাতটা আটান্ন মিনিটে। পুণ্য গ্রাস আরম্ভ হবে আটটা ৫৯ মিনিটে।

চন্দ্রগ্রহণের মধ্যম সময় হবে ৯ টা ৪২ মিনিটে এবং এবং পূর্ণ গ্রাস সমাপ্ত হবে ১০:২৪ মিনিটে। এবং চন্দ্রগ্রহণ সমাপ্তি ঘটবে ১১:২৫ মিনিটে। পূর্ণ ক্রাশ স্থায়িত্বের সময় এক মিনিট ২৫ সেকেন্ড। চন্দ্রগ্রহণের স্থায়িত্ব সময় ৩ ঘন্টা ২৫ মিনিট। কিন্তু বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে এটা সুস্পষ্ট ভাবে দেখা যাবে না। চন্দ্রগ্রহণের সময় গ্রহের অবস্থা মেঘরাশিতে অবস্থিত করে।

হাদিসের আলোকে চন্দ্রগ্রহণ

ইসলাম ধর্মের হাদিসের আলোকে চন্দ্রগ্রহণ সম্পর্কে কিছু তথ্য আমাদের জানিয়ে দিয়েছে হাদিসে বর্ণিত কিছু কথার মাধ্যমে আবু বকর (রা:) বর্ণনা করেন আমরা আমাদের প্রিয় নবীজির কাছে দাঁড়িয়ে ছিলাম এমন সময় চন্দ্রগ্রহণ শুরু হয় নবীজি তখন দাঁড়িয়ে পড়লেন এবং নিজের চাদর টানতে টানতে মসজিদের ভেতরে প্রবেশ করলেন, এবং আমরাও মসজিদের ভেতরের প্রবেশ করলাম, তিনি সাহাবীদের নিয়ে চন্দ্রগ্রহণ শেষ হয় না অব্দি মসজিদের ভেতর থাকলেন ও দুই রাকাত নামাজ আদায় করলেন। তখন তিনি সাহাবীদের উদ্দেশ্যে বললেন কারো মৃত্যুর জন্য চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয় না। তোমরা যখন চন্দ্রগ্রহণ দেখবে তখন সেটা না যাওয়া অবধি নামাজ আদায় করবে ও দোয়া করবে।

কোথায় থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে

এই জায়গাগুলো থেকে আপনি আপনার চন্দ্রগ্রহণ টি দেখতে পারবেন দক্ষিণ-পশ্চিম ইউরোপ, দক্ষিণ-পশ্চিম এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকার বেশিরভাগ অংশ, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, অ্যান্টার্কটিকা এবং অ্যাটলান্টিক সমুদ্র থেকে দেখা যাবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ টি। তবে এ বছরের দুটি চন্দ্রগ্রহণ দেখা যেতে পারে।

আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দিলাম চন্দ্রগ্রহণ ২০২২ এর কাঙ্খিত সময়সূচী আপনারা যারা চন্দ্রগ্রহণটি বছরের কবে কোন দিন জানতে চান তাহলে আমাদের আর্টিকেলটি আপনাকে মনোযোগ সহকারে পড়তে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *