জীবন সমুদ্রের কর্মমুখর পোতাশ্রয় বলা হয় কাকে

অনেকেই জীবন সমুদ্রের কর্ম মুখর পোতাশ্রয় সম্পর্কে জানার জন্য বা জীবন-সমুদ্রের কর্ম মুখর পোতাশয় কি এই সম্পর্কে জানতে চেয়েছেন তাদের জন্য আমরা সঠিক উত্তরটি আপনাদের জানিয়ে দেবো। পোতাশ্রয় হল নদী বা সমুদ্র তীরবর্তী জলবেষ্টিত এলাকা যেখানে বড় বড় নৌকা বা জাহাজ ভীড় করে। একে অনেক সময় বন্দরের সাথে তুলনা করা হয় যেখানে জলযান হতে মালমাল কিংবা যাত্রী উঠানো ও নামানো হয়।

তবে বন্দর সাধারণত এক বা একাধিক পোতাশ্রয় নিয়ে গঠিত হয়ে থাকে। জীবন সমুদ্রের কর্মমুখর পোতাশ্রয় বলা হয় কাকে এই প্রশ্নটির সঠিক উত্তরটি আমরা আপনাদের জানাতে পারলাম না আমরা আমাদের পরবর্তী আপডেট আপনাদের চেষ্টা করব এই প্রশ্নটির উত্তর জানানোর।

যকৃত মানবদেহের একদিকে সঞ্চয়ী (Storage) এবং অন্যদিকে বিপাকীয় (গবঃধনড়ষরপ) একসাথে এ দুটি গুরুত্বপূর্ণ কাজ করে বলে, একে জৈব রসায়নাগার  ও জীবন সমুদ্রের কর্মমুখর পোতাশ্রয় বলা হয়।

আপনারা যারা জীবন সমুদ্রের কর্মমুখর পোতাশ্রয় বলা হয় কাকে এই প্রশ্নটির উত্তর জানতে চেয়েছেন আমরা তাদের আংশিক ধারণা প্রকাশ করেছি আপনাদের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *