তরাইনের যুদ্ধ ইতিহাসের একটি ঐতিহাসিক যুদ্ধ হিসেবে পরিচিত। মুহাম্মদ ঘুরির নেতৃত্বাধীন ঘুরি বাহিনী ও পৃথ্বীরাজ চৌহানের নেতৃত্বে চৌহান রাজপুত বাহিনীর মধ্যে এই তারাই নের যুদ্ধ টি সংঘটিত হয়। আপনারা যারা তারাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল এ প্রশ্নের উত্তরটি জানতে ইন্টার নেটের বিভিন্ন জায়গায় সার্চ করে অনুসন্ধান করছেন আমরা আপনাদের সুবিধার জন্য আমাদের এই পোষ্টের মাধ্যমে জানিয়ে দেবো আপনাদের কাঙ্খিত প্রশ্নের উত্তরটি।
এই যুদ্ধটি সাধারণত তরাইন নামক শহরের নিকটে সংঘটিত হয়েছিল। তরাইনের প্রথম যুদ্ধ হয় ১১৯১ সালে। তরাইনের প্রথম যুদ্ধটি সংঘটিত হয়েছিল ১১৯১ সাল থেকে ১১৯২ সালে বর্তমান হরিয়ানার থানেশ্বরের নিকটে তরাইন নামক শহরের নিকটে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধটি ইতিহাসের অন্যতম ও ঐতিহাসিক একটি যুদ্ধ হিসেবে ধরা চলে। এই যুদ্ধটি প্রায় এক বছর ধরে চলতে থাকে। মোহাম্মদ ঘুরির নেতৃত্বে ও পৃথ্বীরাজ মধ্যে এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল।