ভাষা একটা জাতির জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর সেই ভাষা যদি হয় মায়ের ভাষা তাহলে তো সেটার গুরুত্ব আরো বেশি। আর বাঙ্গালীরা জাতি রাষ্ট্রভাষার জন্য রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাষ্ট্রভাষা অর্জন করেছে। আর এই রাষ্ট্রভাষা সম্পর্কে আমাদের জানার আগ্রহ শেষ নেই তাই সে জানার আগ্রহ থেকেই আপনারা কত সালে সংবিধানে বাংলা কে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেয়া হয় এই বিষয়ে জানতে চেয়েছেন আমরা আমাদের এই পোষ্টের মাধ্যমে এই বিষয়ে আপনাদের জানিয়ে দেবো।
রাষ্ট্রভাষা বাংলার জন্য বাঙালি জাতিতে অনেক আন্দোলন করতে হয়েছে অনেক ত্যাগের বিনিময়ে বাঙালি জাতি বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে অর্জন করতে পেরেছে। তাই ১৯৫৬ সালের ২৯ ফেব্রুয়ারি সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এর আগে সংবিধানের ভাষা ছিল ইংরেজি। বাংলা ভাষা হিসেবে স্বীকৃতি দান করার পর থেকে সংবিধানে বাংলা ভাষায় সবকিছু হয়ে থাকে।