১ তোলা সমান কত ভরি

ভরি,আনা, রতি, তোলা, একক গুলি আমরা স্বর্ণ, রৌপ্য ইত্যাদি গহনা বানানোর সময় বলে থাকি। ছয় রতি সমান এক আনা। ১৬ আনা সমান এক ভরি। আমরা যেহেতু বাঙালি আর বাঙালিরা রূপচর্চায় অনেক ভালোবাসি। তাই রূপচর্চার একটি অতি পরিচিত সামগ্রী হচ্ছে গহনা। আমাদের দেশের মেয়েরা গহনা কে অনেক ভালোবাসে বা প্রত্যেকটি নারীর গহনা অত্যন্ত প্রিয়। তাই আমরা এই ভরি, আনি, রতি এ সম্পর্কে খুব ভালোভাবেই পরিচিত আছি।

কারণ গহনার দোকানে যায়নি এমন মানুষ খুব কমই আছে আমাদের দেশে। এখন আমাদের দেখাতে হবে এক তোলা সমান কত ভরি এই ওজনের পরিমাপ। আপনারা যারা আমাদের ওয়েবসাইটটি এখনো ভিজিট করেননি তারা অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন। কারণ আমাদের ওয়েবসাইটে আপনাদের জন্য সকল প্রশ্নের উত্তর দেওয়া থাকে। আপনারা যে ধরনের প্রশ্নের উত্তর খোঁজেন না কেন আমাদের ওয়েবসাইটে এসে অবশ্যই পেয়ে যাবেন, আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তরটি। তাই আপনার মনে যে কোন প্রশ্নের উদয় হলে আমাদের ওয়েবসাইট থেকে এসে অবশ্যই পাবেন আপনার প্রশ্নের উত্তরটি।

আবার যেহেতু শিক্ষা বিষয়ক সকল প্রশ্নের উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকে তাই সকল শিক্ষার্থীরাই তাদের প্রয়োজনীয় প্রশ্নের উত্তর অন্য কোথাও অর্থাৎ নোট গাইড পাঠ্যপুস্তক বইয়ে যদি না পেয়ে থাকে তাহলে আমাদের ওয়েবসাইটে এসে খুঁজলে তারা অবশ্যই সেই প্রশ্নের উত্তরটি পেতে পারে। তাই সকল শিক্ষার্থীকে বলা, অবশ্যই তারা যদি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে তাহলে তাদের শ্রেণী অনুযায়ী সকল প্রশ্নের উত্তরই তারা আমাদের এখান থেকে পেতে পারে। তাদের যদি কোন প্রশ্নের উত্তর ডাউনলোড করে নেওয়ার প্রয়োজন হয় তাহলেও তারা তা নিতে পারবে।

কারণ আমাদের ওয়েবসাইটে থেকে প্রশ্নের উত্তর ডাউনলোড করে নিতে কোন ধরনের এক্সট্রা চার্জের প্রয়োজন হয় না।তাই তাদের প্রশ্নের উত্তরগুলি অত্যন্ত সহজেই বিনা বাধায় সংগ্রহ করে নিতে পারবে আমাদের ওয়েবসাইট থেকে।
অর্থাৎ স্বর্ণের কেনা -বেচায় এখনো আমরা আমাদের বাংলাদেশিরা ভরি, আনা, রতি, তোলা এগুলো ব্যবহার করে থাকি। স্বর্ণের পরিমাপের ক্ষেত্রে আমাদের দেশের জনগণ প্রাচীন সেই পরিমাপের এককে এখনো ক্রয় বিক্রয় করে থাকে। অর্থাৎ রতি, আনা, ভরি, তোলা এই পরিমাপেই স্বর্ণের ও রৌপ্যের এর ওজন হয়ে থাকে এবং দামও নির্ধারণ করা হয় এই রতি, তোলা, আনা ও ভরিতে।

অর্থাৎ দেশের সব জায়গা থেকে দেশীয় পরিমাপ বিদায় নিলেও স্বর্ণের পরিমাপের ক্ষেত্রে এখনো আমরা রতি, তোলা, আনা ও ভরিতে ই আছি। কিন্তু ১৯ ৮২ সালের পহেলা জুলাই বাংলাদেশ সরকার সরকারিভাবে মেট্রিক পদ্ধতি চালু করেছে। আর এই পদ্ধতি অনুযায়ী আমাদের গ্রাম, মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ইত্যাদিতে স্বর্ণের রৌপ্যৈর ইত্যাদির ওজন করতে হয়। তাই এ পর্যায়ে আমাদের এখন এক আনা সমান কত গ্রাম স্বর্ণের ওজন হবে সেটা দেখাতে হবে। তাহলে চলুন দেখি এক তোলা সমান কত ভরি ওজন হতে পারে ।
১ তোলা =১ ভরি
১ তোলা=১১.৬৭ গ্রাম (প্রায়)
১৬ তোলা = ১৬ভরি
১ আনা =0. ৭২৯ গ্রাম(প্রায়)
১ ভরি =১১.৬৬৪ গ্রাম(প্রায়)
তাহলে আমরা দেখলাম তোলা এবং ঘড়ি একই সমান পরিমাপের ভর। অর্থাৎ একতলা সমান সমান ১ ভরি পরিমাপ হয়। তাই তোলা ও ঘরের মধ্যে কোন পার্থক্য নেই।

আমরা মানুষের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য উপাত্ত হিসাব বিভিন্ন পরিমাপের একক ইত্যাদি প্রকাশ করে থাকি। তাই আপনাদের যেকোন প্রয়োজনীয় তথ্য উপাত্ত পরিমাপের একক জানতে হলে আমাদের ওয়েবসাইটটি বার বার ভিজিট করুন। শিক্ষার্থীরা যদি পড়াশোনা না করে তাহলে তাদের পরীক্ষায় খারাপ ফল আসবে। আর এই খারাপ ফল কারো জন্যই কাম্য নয়। কোন ব্যক্তির জীবনে দৈনন্দিন চলার পথে যদি কোন তথ্য-উপাত্তর প্রয়োজন হয় তাহলে তারা আমাদের ওয়েবসাইটে এসে খোঁজ করতে পারবে। আর যদি তারা আমাদের এখান থেকে তাদের প্রয়োজনীয় তথ্য পেয়ে থাকে তাহলে সেগুলি ডাউনলোড করে নিজে নিজের কাছে রেখে দিতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *