ছন্দের জাদুকর কাকে বলা হয়? Chonder Jadukor kake bola hoi

প্রশ্নটি বাংলা ভাষায় প্রকাশিত একটি প্রশ্ন। আমরা জানি এটি আপনার কাঙ্খিত প্রশ্ন এবং আপনি এই প্রশ্নের উত্তর খুজছেন। আশা করি উত্তরের জন্যে আপনি ঠিক জায়গায়ই এসেছেন। যারা ছন্দের জাদুকর কে কোন কবি ছন্দে জাদুকর এই প্রশ্নটি সঠিক উত্তর জানতে চাচ্ছেন তাদের উত্তরটি হল সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর,একজন বাঙালি কবি এবং ছড়াকার। তাকে ছন্দের জাদুকর বলার কারন তার কবিতায় তিনি ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষার যথোপযুক্ত ব্যবহার করতেন এই জন্যই তার এক কৃতিত্বের সুবাদে সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয়।

বাংলা সাহিত্যের উজ্জ্বলতম সত্যেন্দ্রনাথ দত্ত। এই কবি সাহিত্যের যেখানে হাত রেখেছে সেই জায়গাতে তিনি সফল হয়েছেন। তার কবিতায় অসাধারণ কিছু ছন্দ লিখতেন। ছন্দের কেমন জাদুকর ছিলেন তিনি,বাংলা কবিতার প্রধান তিনটি ছন্দেই সমান পারদর্শী ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত। তাঁর ‘বেণু ও বীণা’ কাব্যগ্রন্থটিতে আমরা তিন রকম ছন্দেরই কবিতা পাই। বাংলা ছন্দ তো বটেই সাংস্কৃতি আরবি ফারসি ইত্যাদি বিদেশি ভাষার ছন্দ কেউ বাংলা ভাষার কবিতার প্রয়োগ করেছেন এই কবি। বাংলা কবিতায় সফলভাবে আরবি ফারসি প্রয়োগের ক্ষেত্রে নজরুলের পূর্ব সূরী ছিলেন তিনি।

আরেকটি ছন্দ শিল্পী আব্দুল কাদির বলেছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত একজন ছন্দ কবি ছিলেন না তিনি ছিলেন ছন্দের স্রষ্টা। তিনি ছন্দকে তৈরি করতেন নিজের মতো করে সেটাকে রূপ দিয়ে তার কবিতায় ফুটে তুলতেন যেটা মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ছিল। সত্যেন্দ্রনাথ প্রথমে এমন একটি কবিতা লিখেছিলেন যেখানে স্বরবৃত্ত ও মাত্রাবৃত্ত দু রকম ছন্দেই উত্তীর্ণ করা যায়। তার কবিতায় শুধু ছন্দ নয় ভাবাথ একটি আকর্ষণীয় দিক রয়েছে। যেটা তার কবিতা প্রেমিকদের মুগ্ধ ও আকর্ষণীয় করে তার কবিতা তার ওপর।

সত্যেন্দ্রনাথ দত্ত তিনি যে একজন সত্যিকারের কবি শিল্পী তার কবিতা পড়লে বোঝা যায়। আরবি, ফার্সি , চিনা ,জাপানি, ইংরেজি ও ফরাসি ভাষার প্রচুর কবিতা এই কবি বাংলায় অনুবাদ করেছে। কবিতা অনুবাদ করার ক্ষেত্রে তিনি দেশ, ভাষা, ধর্ম কাল সবকিছুর সীমা ছাড়িয়ে বাংলা সাহিত্যের এক নব দিগন্তের অন্বেষণ করেছে। এই কবিকে ছন্দের জাদুকর হিসেবে নামকরণে যথার্থ রয়েছে। তার অসংখ্য কবিতায় ছড়িয়ে আছে ছন্দের যাদুতে। যেটা তার কবিতা প্রেমীদের মনকে ছূয়ে গেছে।

আপনারা অনেকেই বাংলা সাহিত্যের ছন্দের জাদুকর কে কোন কবি ছন্দের জাদুকর, ছন্দের জাদুকর কাকে বলা হয় ইত্যাদি এসব প্রশ্ন অনুসন্ধান করেন তাই এ প্রশ্নগুলো যারা সঠিক উত্তরটি পেতে চান আমাদের আজকের এই আর্টিকেলটি আপনি সম্পূর্ণভাবে পড়ুন আশা করছি আপনি আপনার কাঙ্খিত উত্তরটি পেয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *