আমি হব সকাল বেলার পাখি এই কবিতাটি খুব জনপ্রিয় একটি কবিতা। আমাদের মাঝে হয়তো এমন মানুষের সংখ্যা খুব কমই রয়েছে যারা এই কবিতাটির নাম শুনেনি বা এই কবিতাটি পড়েননি। ছোট বেলার খুব জনপ্রিয় কবিতা গুলোর মধ্যে আমি হবো সকাল বেলার পাখি এই কবিতাটি খুব উল্লেখ যোগ্য একটি কবিতা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা এই কবিতাটি প্রাথমিক পাঠ্যপুস্তকে আমরা লক্ষ্য করি। আর এই কবিতাকে ঘিরে আমাদের অনেক সময় অনেক ধরনের গুরুত্বপূর্ণ সব প্রশ্নের সম্মুখীন হতে হয়।
আর এ ধরনের প্রশ্নের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রশ্ন হলো কে সকাল বেলার পাখি হতে চায়। আর এই প্রশ্নটি র উত্তর জেনে নিতে আপনারা বেশ আগ্রহী। তাই আপনাদের সুবিধার জন্য আমরা আমাদের আজকের আর্টিকেলটির মাধ্যমে আপনাদের কাঙ্খিত প্রশ্নের সঠিক উত্তরটি সম্পর্কে জানিয়ে দেব। আর এ বিষয়টি জানতে হলে আমাদের ওয়েব সাইটে থাক আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
আমি হব সকাল বেলার পাখি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কিছু কবিতা গুলোর মধ্যে এই কবিতাটি অন্যতম। তিনি প্রতিনিয়ত ছোটদের জন্য নানান ধরনের কাব্যগ্রন্থ ছড়া গান কবিতা ইত্যাদি লিখে থাকতেন। ছোটদের মেধা ও মনন উপযোগী তে মজার মজার অনেক লেখায় সমৃদ্ধ করেছেন শিশু সাহিত্যকে এই কবি। শিশুদের ভেতরের সুপ্ত ইচ্ছা জাগিয়ে তুলেছেন কবি নজরুল। তাদের মনের কথা মান অভিমানের কথা গুলো ফুটিয়ে তুলেছেন তার উল্লেখযোগ্য কিছু কবিতার মধ্যে। শিশুদের চঞ্চল মন কখন কি চাই কি করতে তারা ভালোবাসে এই ধরনের নানান কবিতা তার কবিতার অংশে তুলে ধরেছেন। তাই এদেশের জাতীয় কবি হিসেবে তাকে প্রধান স্বীকৃতি প্রদান করা হয়।
সকাল বেলা অর্থাৎ সুপ্রভাতে ঘুম থেকে ওঠা ভালো অভ্যাস গুলোর মধ্যে একটি। আর সেই সকাল বেলা উঠাকে কেন্দ্র করে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত এই কবিতা। এই কবিতার মধ্য দিয়ে শিশুদের কথা, বা শিশুদের অভিভাবকদের কথা ফোটে ওঠে। তাই আপনারা অনেকেই জানতে চান আমি হব সকাল বেলার পাখি এই কবিতায় কে সকাল বেলার পাখি হতে চাই। খোকা সকাল বেলার পাখি হতে চায়। কিন্তু সেখানে বাদ সাধে তার মা। তার মা সকালে খোকাকে উঠতে দিতে চায় না, মা বলে এখনো সকাল হয়নি ঘুমিয়ে থাকো। আরো পরে ঘুম থেকে উঠো। কাজী নজরুল ইসলাম ছোটদের জন্য অনেক কবিতা লিখেছেন। বাংলা সাহিত্যের শিশুতোষ শাখাটি কাজী নজরুল ইসলামের হাতের স্পর্শে পূর্ণ হয়েছে।