বঙ্গবন্ধুর জন্ম ও মৃত্যু কত সালে

যে নামটি বাংলাদেশর সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে আছে তা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই মানুষটি কিভাবে একটি বাঙালি জাতির সকল আশা আখাঙ্ক্ষার কেন্দ্র বিন্দুতে পরিণত হয় তার বিরাট উদাহরণ হল শেখ মুজিবুর রহমান। জীবনের নানা বাধা পেরিয়ে একটি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসে লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করেছেন আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের মানচিত্র তৈরি করার ও বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে পরিচয় করিয়ে দিতে তার অবদান ছিল অনন্য।

আপনারা যারা বঙ্গবন্ধুর জন্ম ও মৃত্যু কত সালে এই প্রশ্নের উত্তরটি জানার জন্য গুগল সহ ইন্টারনেটের নানান জায়গায় বারবার সার্চ করছেন। আপনাদের বলব এই প্রশ্নের উত্তরটি জানতে হলে আপনাকে সর্বপ্রথম সঠিক জায়গাটি নির্বাচন করতে হবে। তাই আমাদের আজকের এই আর্টিকেলটিতে বঙ্গবন্ধুর জন্ম ও মৃত্যু কত সালে এই প্রসঙ্গটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এই প্রশ্নের উত্তরটি জানতে হলে আপনাকে আমাদের আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পরতে হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক বঙ্গবন্ধুর জন্ম ও মৃত্যু কত সালে হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের অনুভূতি ও অন্তরে মিশে আছেন। শেখ মুজিব মানেই বাংলাদেশ। জাতির পিতার প্রতি আমাদের ঋণ, শ্রদ্ধা, ভালোবাসা অশেষ। শেখ মুজিব মানেই বাংলার মুক্ত আকাশ। শেখ মুজিব মানেই বাঙালির অবিরাম মুক্তির সংগ্রাম। শেখ মুজিব মানেই বাঙালি জাতির অস্তিত্ব। বাংলাদেশের ইতিহাসে এমন কোন সংগ্রামে তার অবদান নেই যে বলা যাবে না বাঙালি জাতির প্রত্যেকটি সংগ্রামের তার অবদান বিশেষ। ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ এর মুক্তিযোদ্ধা পর্যন্ত প্রতিটি আন্দোলনের তার অনন্য ভূমিকা আমাদের বিজয় নিয়ে আসতে ও তার অদম্য আত্মবিশ্বাস বাঙালি জাতিকে দামাতে পারেনি।

শেখ লুৎফর রহমান ও সায়েরা খাতুনের কোল আলোকিত করেছিলেন বাংলার আকাশের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি-সংগ্রামের মহানায়ক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, ভারতীয় উপমহাদেশের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশ্বনন্দিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া গ্রামে। চার কন্যা এবং ২ পুত্রসন্তানের মধ্যে শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয়। মা-বাবা তাঁকে খোকা বলে ডাকতেন। ছাত্র আন্দোলন এবং রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হয়ে ওঠার আগে অন্য আরো দশজন কিশোরের মত শেখ মুজিবুর রহমান খেলার মাঠকেই বেশি ভালোবাসতেন।ফুটবল খেলার প্রতি ছিল তাঁর দুরন্ত টান।

ছোট থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর ছিলেন অত্যন্ত মেধাবী ও দুরন্ত প্রকৃতির। ছোট থেকে তিনি কখনো অন্যায় সহ্য করেনি অন্যায় দেখলেই তিনি সেখান থেকে প্রতিবাদী হয়ে উঠেছেন। অল্পবয়স থেকেই তাঁর রাজনৈতিক প্রতিভার প্রকাশ ঘটতে থাকে। ১৯৪০ সালে তিনি নিখিল ভারত মুসলিম লীগের ছাত্র সংগঠন নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেন। ভাষা আন্দোলনের সময় রাজনৈতিক নেতা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শেখ মুজিবর রহমান।১৯৪৮ সালে ভাষার প্রশ্নে তাঁর নেতৃত্বেই প্রথম প্রতিবাদ এবং ছাত্র ধর্মঘট শুরু হয় যা চূড়ান্ত রূপ নেয় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে।১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন। লক্ষ লক্ষ মানুষ তার এই ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা যুদ্ধে একসঙ্গে মিলিত হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশী-বিদেশী ষড়যন্ত্রের শিকার হয়ে নিজ বাসভবনে সেনাবাহিনীর কিছু বিপথগামী ও বিশ্বাসঘাতক অফিসারদের হাতে সপরিবারে নিহত হন। এই দিন টিতে জাতির পিতার সপরিবার কে নির্মমভাবে হত্যা করা হয়। দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা বিদেশে অবস্থান করায় সৌভাগ্যক্রমে বেঁচে যান।১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে অন্ধকারতম দিন। এই দিনে জাতির পিতা কে নির্মমভাবে হত্যা করা হয়। বাঙালি জাতি এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে।

আপনারা যারা বঙ্গবন্ধুর জন্ম ও মৃত্যু কত সালে হয় এ প্রশ্নের উত্তরটি জানার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন আমাদের আজকের এই আর্টিকেলটিতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো। আপনারা আমাদের ওয়েবসাইটে এসে আপনাদের প্রশ্নের সঠিক উত্তরটি জেনে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *