বর্তমান সেনাপ্রধান কে ২০২৩

বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি স্থল শাখা। বাংলাদেশ সেনাবাহিনী ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলা কালে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা যুদ্ধসহ এদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সেক্টরে এই বাহিনীটির ভূমিকা অপারিসীম। স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর জন্ম হয়েছিল। আর জন্মলগ্ন থেকেই অনেক ত্যাগ তিতিক্ষা ও চড়াই উৎরাই পেরিয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি দক্ষ ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে উঠতে সক্ষম হয়েছে।

তাই এই বাহিনীটির বর্তমান সেনাপ্রধান হিসেবে কে দায়িত্ব পালন করছে এই বিষয়টি সম্পর্কে অনেকেই জেনে নিতে আগ্রহী। তাই আপনাদের সুবিধার জন্য আমরা আমাদের আজকের আর্টিকেলটি তে আপনাদের কাঙ্খিত এ প্রশ্নের উত্তরটি সম্পর্কে জানিয়ে দেব। তাছাড়া এ ধরনের প্রয়োজনীয় প্রশ্নের উত্তরগুলো প্রতিনিয়ত আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশিত করি। আপনারা এ ধরনের প্রশ্নের উত্তর জানার জন্য প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

সেনাবাহিনীর সকল কার্যক্রম সেনাবাহিনীর সদর দপ্তর থেকে সারা বাংলাদেশে পরিচালিত করা হয়। দেশের যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় এই বাহিনীটি ভূমিকা গুরুত্ব পূর্ণ। প্রাথমিক দায়িত্বের পাশাপাশি যেকোন জাতীয় জরুরি অবস্থায় বেসামরিক প্রশাসনের সহায়তায় এগিয়ে আসেন বাংলাদেশ সেনাবাহিনী। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব পরিমণ্ডলে আজ একটি অতি পরিচিত ও গর্বিত নাম বাংলাদেশ সেনাবাহিনী। এই বাহিনীটি সামরিক দায়িত্ব পালনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সহ যে কোন অভ্যন্তরীণ সংকট নিরসনে এবং দেশের অবকাঠামো গত উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর এক গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আর এই বাহিনীটি শুধুমাত্র দেশের কাজের নয় বর্তমানে বিশ্বের নানা প্রান্তে নিজের দক্ষতা দেখিয়ে বেশ সুনাম অর্জন করে চলেছে।

সাধারণত প্রত্যেকটি বাহিনীকে পরিচালনা করার জন্য একজন করে প্রধান হিসেবে নিযুক্ত থাকেন সে ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীকে পরিচালনা করার জন্য একজন প্রধান হিসেবে নিযুক্ত থাকেন যাকে সেনাপ্রধান হিসেবে বলা হয়। আর স্বাধীনতার পর থেকে এখন অব্দি সেনাপ্রধান হিসেবে অনেকেই দায়িত্ব পালন করে গিয়েছেন। সাধারণত এই বাহিনীর মধ্য থেকে একজন ব্যক্তিকে সেনা প্রধানের দায়িত্ব দেওয়া হয়। আর বর্তমানে এই বাহিনীটির প্রধান অর্থাৎ সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করে চলেছে এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি বাংলাদেশের ১৭ তম সেনাপ্রধান হিসেবে এর দায়িত্ব পান। ২৪ শে জুন ২০২১ তাকে সেনাপ্রধান হিসেবে এ দায়িত্ব দেওয়া হয় তিনি মূলত এই দায়িত্বে তিন বছরে নিযুক্ত থাকবেন। এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে সেনাপ্রধান হিসেবে এ দায়িত্ব দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *