বঙ্গবন্ধুর প্রথম সন্তান কে

বঙ্গবন্ধু এই নামটি বাংলাদেশের মানুষের কাছে খুব জনপ্রিয় একটি নাম। কারণ এদেশের স্বাধীনতা ও মুক্তিযোদ্ধার পেছনে এই মহান ব্যক্তির অবদানের কথা বলে শেষ করা যাবে না। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং দক্ষিণ এশিয়ার অন্যতম রাজনৈতিক একজন নেতা। ছাত্র জীবন থেকেই তিনি একজন অমায়িক, বিনয়ী ও সুবিবেচক মানুষ। তাঁর আচরণ অত্যন্ত আন্তরিক। তার যে জিনিসটি সবচেয়ে অবাক করে তা হলো দুর্দান্ত আত্মবিশ্বাস। তিনি যখন জনতার মাঝে দাড়িয়ে জনগণের উদ্দেশে প্রবল ও শক্তিশালী কণ্ঠে ভাষণ দেন, তখনো আসল মানুষটিকে ঠিক চেনা যায় না।

কাছাকাছি এলে বোঝা যায়, তিনি আচরণে কতটা আন্তরিক। তাই এই মহান ব্যক্তিটি সম্পর্কে আমাদের অনেকেরই অনেক প্রশ্ন জানার থাকে। তাই আপনারা জেনে নিতে চান বঙ্গবন্ধুর প্রথম সন্তান কে। আর এই প্রশ্নটির উত্তর জানার জন্য আপনার অনেকেই গুগল এ সার্চ করে থাকেন তাই আমরা আপনাদের জন্য আমাদের আজকের পোষ্টের মাধ্যমে এই প্রশ্নের উত্তরটি জানিয়ে দেবো।

১৯২০ সালের ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আর ছোট থেকেই তিনি নেতৃত্ব দানকারীতে পছন্দ ছিলেন। এক পর্যায়ে তাকে একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও নেতা হিসেবে পরিচিতি পেতে হয়। একজন দেশপ্রেমী নেতা হিসেবে তিনি সবার কাছে পরিচিত হতে পেরেছিল। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন ও পারিবারিক জীবন একে অন্যের পরিপূরক ছিল। কৈশোরেই পারিবারিক কারণে বঙ্গবন্ধুকে বিয়ে করতে হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যখন ১৪ থেকে ১৫ বছর তখন তার বিয়ে হয়েছিল। রেনু তথা ফজিতুননেসা সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিয়ে হয়। ফজিতুননেসার নেছার ডাকনাম ছিল রেনু।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী তিনি ছিলেন একজন মনে প্রানে বাঙালি মানুষ। বঙ্গবন্ধু শেখ মুজিবের সঙ্গে সংসার করতে গিয়ে তিনি নানা সময় নানা ধরনের ধৈর্য পরীক্ষা দিয়েছেন। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক কারণে নানা সময় কারাগারে থাকতে হয়েছে। বঙ্গবন্ধু কারাগারে যাওয়ার পরে পরিস্থিতি বুদ্ধিমত্তা, অসীম ধৈর্য ও সাহসিকতার সাথে সব কিছু মােকাবিলা করেছেন তিনি। পরবর্তীতে বিয়ের ১৪ বছর পর ২৭ বছর বয়সে প্রথম সন্তানের বাবা হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং বঙ্গবন্ধুর প্রথম সন্তান শেখ হাসিনা। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে সন্তানকে বঞ্চিত করতে হয়েছে এই মহান নেতাকে। প্রতিনিয়ত তাকে জেল জুলুম নানান ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছে। তিনি বাঙালি জাতির জন্য তার প্রিয় মুহূর্ত গুলোকে রেখে প্রতিনিয়ত সংগ্রাম করে গিয়েছেন সারাটা জীবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *