২৬ শে মার্চ বাঙালি জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি দিন। আমরা কমবেশি সকলেই জানি ২৬ শে মার্চ মানেই বাংলাদেশের স্বাধীনতা দিবস। তাই প্রতিবছর ২৬ শে মার্চে নানা আয়োজনে এই দিনটি বাংলাদেশ পালিত হয়। বাংলাদেশের জাতীয় দিবস গুলোর মধ্যে স্বাধীনতা দিবস অন্যতম একটি দিবস। আর এই স্বাধীনতা অর্জনের মাধ্যমেই বাংলাদেশের বিজয় নিশ্চিত করা হয়। তাই আপনারা অনেকেই ২৬ মার্চ কে স্বাধীনতা দিবস ঘোষনা করা হয় কখন এ প্রশ্নের উত্তরটি সম্পর্কে জেনে নিতে চান। তাছাড়া এ ধরনের প্রশ্ন আমাদের অনেক সময় অনেক ক্ষেত্রে হতে হয়। তাই আপনাদের সুবিধার জন্য আমরা আমাদের আজকের আর্টিকেলটিতে এই প্রসঙ্গে বিস্তারিত ভাবে জানিয়ে দেবো। তাছাড়া এ ধরনের ছোট ছোট প্রশ্নের উত্তর গুলো আমরা প্রতিনিয়ত আমাদের ওয়েব সাইটে প্রকাশিত করি। তাই আপনারা প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
একজন বাঙালি হিসেবে ও বাংলাদেশের মানুষ হিসেবে স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জেনে নেওয়াটা অত্যন্ত জরুরী। একটি মানুষ জন্মগত ভাবে স্বাধীন তাই তার স্বাধীনতা খুবই প্রয়োজন একটি বিষয়। আর এই স্বাধীনতাতে যদি কোন ব্যক্তি বা জাতি হস্তক্ষেপ করে তাহলে কেউ চুপ করে থাকবে না আর সে ক্ষেত্রে ১৯৭১ সালে বাঙালি জাতি চুপ করে ছিল না তারা স্বাধীনতার জন্য প্রতিনিয়ত লড়াই করে গিয়েছেন। আর যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করে গিয়েছেন এদেশের প্রতিটি মানুষ তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা করে। স্বাধীনতা দিবসটি পালন করার মূল উদ্দেশ্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো ও তাদের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য তাছাড়া স্বাধীনতা সম্পর্কে নতুন প্রজন্মকে জানানোর জন্য।
১৯৭১ সালে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এ দেশের স্বাধীনতা লাভ করে বাঙালি জাতি। অনেক ত্যাগ তিতীক্ষার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জন। আর এ স্বাধীনতার জন্য প্রতিটি মুহূর্ত লড়াই করে যেতে হয়েছে বাংলাদেশের মানুষকে। তবে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করার আগেই স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়। এর মূল কারণ হলো ১৯৭১ সালে ২৫ শে মার্চ মধ্যরাতে পাকিস্তান হানাদার বাহিনী নিরীহ বাঙালিদের ওপর নির্মমভাবে হত্যাকাণ্ড চালায়। আর সেই রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে গ্রেফতার করে পাকিস্তান হানাদার বাহিনীরা। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ শে মার্চ প্রথম প্রহরে বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করে। এবং তারপরে প্রতিবছরে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস হিসেবে বাংলাদেশ পালন হয়ে আসছে। ছাব্বিশে মার্চ বাঙালি জাতির জন্য খুব আনন্দের একটি দিন