তীব্র শীতের কঠিন সময় পার করে প্রকৃতি যখন চারিদিকে সৌন্দর্যের ডানা মেলে সেই আয়োজনকে বসন্ত বলে। বসন্তের আগমন বার্তাকেই জানান দেয় শীতের বিদায়। বসন্তের প্রাকৃতিক সৌন্দর্য মনকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যায়। তাই প্রত্যেকটি বাঙালির কাছে বসন্ত একটি প্রাণের উৎসব। তাই বসন্তের এই উৎসবকে আরো রঙিন করতে আমরা জেনে নিতে চাই ২০২৩ সালে বসন্ত কত তারিখে।
বসন্ত উৎসব যেহেতু আমাদের ঐতিহ্যবাহী একটি উৎসব তাই প্রত্যেককে বাঙালি এই উৎসবকে নিয়ে বেশ আগ্রহী। তাই তারা ইন্টারনে ট সহ গুগলে বারবার সার্চ করছেন ২০২৩ সালের বসন্ত কত তারিখে তাই আপনাদের সুবিধার জন্য আমরা আমাদের আজকের এই আর্টিকেলটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত ভাবে আপনাদের জানিয়ে দেবো। আপনারা যারা এ বিষয়টি সম্পর্কে জেনে নিতে চান আমাদের আজকের এই আর্টিকেল টি ধৈর্য সহকারে করুন আর জেনে নিন এই বিষয়টি সম্পর্কে।
বসন্ত উৎসব বাঙালি সংস্কৃতিতে একটি অন্যতম উৎসব।বাঙালির জীবনে বসন্তের উপস্থিতি অনাদিকাল থেকেই। কবিতা, গান, নৃত্য আর চিত্রকলায় আছে বসন্তের ছোঁয়া।বসন্তের আগমনে প্রকৃতি তার জীর্ণতা মুছতে শুরু করে।বসন্ত ঋতুর স্থায়িত্ব কাল খুবই কম। ফাল্গুন চৈত্র মাসকে তার স্থায়িত্ব কাল ধরা হলেও ফাল্গুনের মাঝামাঝি গ্রীষ্মকাল এসে পড়ে। বসন্ত ঋতু সবদিক থেকে জন জীবনের জন্য নিরাপদ সময়। এ সময় খোলা আকাশের নিচে রাত কাটানো যায়। লেপ-কাঁথা ছাড়া শোয়া যায় যেখানে খুশি সেখানে। প্রকৃতির কাছে এ নিরাপত্তা পেয়ে মানুষ বিভিন্ন প্রকার অনুষ্ঠানাদির আয়োজন করে। বিভিন্ন স্থানে শুরু হয় ইসলামের ধর্ম সভা।
বর্তমানে আমরা অনেকেই আছে যারা কর্মব্যস্ততার জন্য অনেক উৎসব সম্পর্কে ভুলে যায় কবে কোন দিন কি উৎসব যাচ্ছে এ সম্পর্কে আমাদের মনে থাকে না, যেহেতু বাঙালির প্রাণের উৎসব বসন্ত উৎসব তাই আমরা অনেকেই এই দিনটি কে রঙিন করার জন্য নানান আয়োজন করে থাকে, আমরা সাধারণত বাংলা বর্ষপঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের পহেলা তারিখে বসন্ত উৎসবটি পালন করে থাকি। যেটা ইংরেজি সাল অনুসারে প্রতিবছর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি যে কোন তারিখে অনুষ্ঠিত হয়। এ বসন্ত উৎসবে বিশ্ববিদ্যালয়ের হাজারো তরুণী তাদের আপন সাজে মাথায় ফুলের মুকুট দিয়ে এই বসন্ত উৎসবটি জালজমক পালন করে। চারপাশে হলুদ শাড়ির রমণী আর মাথার ফুলের গন্ধে বার্তা দিয়ে যায় এটাই যেন বসন্ত উৎসব।
এ বসন্ত উৎসবে আমরা একে অন্যকে নানান ভাবে শুভেচ্ছা জানাই। আর মানুষের সঙ্গে সঙ্গে প্রকৃতি মানুষকে বসন্তের শুভেচ্ছা জানাই আর তাই প্রকৃতি রাঙ্গাতে ব্যস্ত থাকে পলাশ, শিমুল আর কৃষ্ণচূড়া। কচি সবুজ, পাতা লাল হলদে ফুল বসন্তের রঙ্গে রাঙ্গিয়ে দেয় আমাদের প্রকৃতিকে। আর কৃষিতে রং দেখেই কোকিল গাইতে শুরু করে তার কুহু কুহু চিরচেনা গানের সুর। আর কোকিলের এই কুহু বারবার জানান দেয় বসন্ত কালের কথা। বহু প্রাচীনকাল থেকেই বাঙালির প্রাণের উৎসব হিসেবে পরিচিত বসন্তকালের এই বসন্ত উৎসবটি। এখনো বাঙালির সংস্কৃতিতে এই উৎসবটি গিয়ে নানা আয়ো জন পালন করা হয়। এই উৎসবটি পালন করা হয় সর্বপ্রথম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকে।
আপনারা যারা বসন্ত কত তারিখে ২০২৩ এই বিষয়টি সম্পর্কে জেনে নিতে চেয়েছিলেন আপনাদের জন্য আমাদের ওয়েবসাইটে এ বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়ে দেয়া হলো। আপনারা আমাদের ওয়েবসাইটে এসে এই বিষয়টি সম্পর্কে আরো ভালোভাবে জেনে নিন।
বসন্ত ২০২৩
বাংলার ছয় ঋতুর মধ্য বসন্ত কাল অন্যতম। ঋতুর রাজা হিসাবে বলা হয় বসন্তকালকে। আর বাঙালিরা বসন্ত উৎসব কে ঘিরে সারা বছর আধীর আগ্রহে অপেক্ষা করে। বহু প্রাচীনকাল থেকেই বসন্ত উৎসব বাংলার সংস্কৃতিতে বিরাজমান। তাই বসন্ত কত তারিখে এ বিষয়টি সম্পর্কে জেনে নিতে অনেকেই বেশ আগ্রহী। তাই আপনাদের সুবিধার জন্য আমরা আমাদের আজকের এই আর্টিকেলটিতে বসন্ত কত তারিখে এ বিষয়টি সম্পর্কে জানিয়ে দেবো। চলুন দেখে নেয়া যাক বসন্ত কত তারিখে।
গাছে গাছে ফুল আর আমের মুকুলের আগমন দেখেই বোঝা যাই প্রকৃতিতে চলে এসেছে বসন্ত। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী শীতকালের পরে বসন্তকাল চলে আসে। সাধারণত শীতের শেষের মাস মাঘ মাসের পরেই যে মাস পরে অর্থাৎ ফাল্গুন মাসের প্রথম দিনকেই বসন্তকাল হিসেবে ধরা চলে। অনেকে এটাকে আবার পহেলা ফাল্গুন বলে থাকে। বসন্ত কত তারিখে আপনারা যারা জেনে নিতে চান আমাদের ওয়েবসাইটে এসে তা জেনে নিন।