মনসা হল সনাতন হিন্দু ধর্মলম্বী মানুষের দেবী গুলোর মধ্যে অন্যতম একটি দেবী। বহু প্রাচীনকাল থেকেই মনসা পূজা উদযাপন করে আসছিল হিন্দু ধর্মলম্বীরা। আর এই দবীকে ঘিরেই যে পূজা আয়োজন সেটা হল মনসা পূজা। আপনারা অনেকেই জেনে নিতে চান মনসা পূজা ২০২৩ কত তারিখে। আপনাদের সুবিধার জন্য আমরা প্রতিনিয়ত এ ধরনের প্রশ্নের উত্তরগুলো আমাদের ওয়েবসাইটে লিখে থাকে আপনারা গুগলে সার্চ করার সাথে সাথে এ ধরনের প্রশ্নের উত্তর গুলো খুব সহজে আমাদের ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন।
বাংলার এক আদি দেবির নাম হচ্ছে মনসা। হিন্দু ধর্মালম্বী মানুষেরা সাধারণত সপের দেবী হিসেবে এই মনসা পূজা কি করে থাকে। হিন্দু ধর্মালম্বীদের পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের শেষ দিনে এই মনসা পূজাটা পালিত হয়। যেহেতু পঞ্জিকা অনুসারে হিন্দুরা সকল উৎসব পালন হয় তাই ইংরেজি ২০২৩ সালে কত তারিখে মনসা পূজা পালন হবে তা বলাটা অসম্ভব।