ইবাদতের মধ্যে সর্বশেষ শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত আর সালাতের পরেই যে ইবাদতটি সবার আগে আসে সেটা হল রোজা। রমজান মাসের রোজার পাশাপাশি মহান আল্লাহ তালা আমাদের নফল রোজা থাকার নির্দেশ দিয়েছেন। আর নফল রোজার জন্য চারটি মাসের মধ্যে অন্যতম হলো শাবান মাস। আপনারা যারা শাবান মাসের রোজা করার জন্য আগ্রহী তারা জেনে নিতে চান শাবান মাসের রোজা কত তারিখে। তাই আপনার জন্য আমরা আমাদের আজকের এই আর্টিকেলটিতে জানিয়ে দিতে চাই শাবান শাসের কত তারিখে রোজা।
নফল রোজার জন্য শ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ মাস শাবান। আল্লাহ তালার নৈকট্য অর্জন ও সন্তুষ্টি লাভের জন্য ফরজ রোজার পাশাপাশি নফল রোজা করাটি উত্তম। তাই প্রতিবছর আরবি ক্যালেন্ডার অনুসারে শাবান মাসের শাবান মাসজুড়ে সপ্তাহিক ও মাসিক আমল হিসেবে রোজা পালনের মাধ্যমে একসঙ্গে একাধিক সুন্নাতের ওপর আমল করা উচিত। শাবান মাসের পরেই রমজান মাস তাই এই মাসটিতে বেশি বেশি করে রোজা থাকার নির্দেশ দিয়েছে নবীজি।