যোগ কাকে বলে

গণিতে যোগ চিহ্নটি দ্বারা আমরা সংখ্যাগুলোকে একত্রিত করার অর্থ বুঝে থাকি। যোগ করার কথা হল কোন কিছু দেওয়া বা প্রয়োগ করা বুঝিয়ে থাকে। গাণিতিক ভাষায় যোগ বলতে একথা বলা যায় যে দুই বা ততোধিক একই ধরনের সমান বা অসমান সংখ্যাগুলি একত্রে করার প্রক্রিয়াই হলো যোগ। বা একই ধরনের বিভিন্ন সংখ্যাকে একসাথে পরিণত করার পদ্ধতি হলো যোগ। অর্থাৎ অংক শেখানোর প্রাথমিক পর্যায়ে হলো সংখ্যাগুলি চেনার পর যে আমরা অংক শুরু করি তা যোগ অংক দিয়েই। চোখ থেকেই অংক বিষয়টা আমাদের হাতে খড়ি হয়ে থাকে। অর্থাৎ গণিতের শুরুর দিকের অংক হল যোগ। অংক বিষয়ে আমাদের প্রায় প্রত্যেকেরই একটি ভীতি কাজ করতে।

তাই প্রথমে আমাদেরকে সহজ সহজ কিছু সংখ্যা একত্রি করতে বলা হত। এবং আসলে সেই একত্র করার প্রক্রিয়াটি আসলে যোগ করতে বলা হত। তাই যোগ অংক সম্পর্কে প্রায় সকল মানুষেরই সামান্য হলেও কিছু ধারণা রয়েছে। আসলে গণিতটি আমরা জানি যে যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটি প্রক্রিয়ার মধ্যেই সাধারণত সীমাবদ্ধ থাকে। উচ্চ শ্রেণীতে যদি কোন গণিত করতে হয় সেখানেও আসলে এই চার প্রক্রিয়ার দাড়ায় গণিত করতে হয় সাধারণত। অন্য চিহ্ন বা অন্য প্রতীক ব্যবহার করলেও আসলে এই চারটি পদ্ধতিতেই আমাদের গণিত সমাধান করতে হয়। আমরা যে যতই গণিতে ভিতী থাকুক না কেন গণিত বিষয়টি আসলে যদি ছাত্রছাত্রীরা বুঝতে পারে তাহলে আসলে সহজ একটা বিষয় হল গণিত। গণিত বিষয়টি আন্দাজে কিছু করার নেই এখানে আসলে বুঝে হিসাব কষেই করতে হয়। কিন্তু আমরা শিক্ষার্থীরা সবকিছু আন্দাজে না বুঝে করার চেষ্টা করি।

আর এই কারণে সকলের কাছে গণিত বিষয়টা ভয়ের বিষয় হয়ে থাকে। তবে আমি বলব গণিত কোন ভয়ের বিষয় নয়। গণিত একটা মজার বিষয়। যদি একজন শিক্ষার্থী গণিত বুঝতে পারে তার কাছে অবশ্যই মজার বিষয় হবে গণিত। তাই সকল শিক্ষার্থীকে অবশ্যই জেনে বুঝে প্রশ্নের উত্তর শিখতে হবে। অর্থাৎ প্রশ্নে কি ধরনের উত্তর চাওয়া হয়েছে সেটি দেখেই প্রত্যেককে উত্তর করতে হলে তার কাছে আর বিষয়টি কঠিন হয় না বলে মনে করা হয়। অর্থাৎ শিক্ষার্থীর যদি বিষয়টি জানা থাকে উত্তরটা কি তাহলে অবশ্যই তার কাছে কোন কঠিন প্রশ্ন আর কঠিন থাকে না সেটি সহজ হয়ে যায়। ইংরেজি ভাষা Addition শব্দের বাংলা অর্থ যোগ হিসেবে বিবেচনা করা হয়। এই প্রক্রিয়া চিহ্নকে সাধারণত ক্রাশ চিহ্ন দিয়ে উল্লেখ করা হয়ে থাকে।

যোগ অংকটি আমাদের বাংলা ভাষার গণিত অর্থাৎ পাটিগণিতের একটি অংশ হল যোগ অংক। অর্থাৎ পাটিগণিতের সব ধরনের অঙ্কের মধ্যে এই যোগ অংকটি অত্যান্ত সহজ বিষয় বলে সকলেরই ধারণা হয়ে থাকে। আমরা তাহলে আমাদের এই পোস্টটিতে যোগ অংক সম্পর্কিত সকল ধরনের ধারণা এখানে আলোচনা করা হলো। যোগ অংক অত্যন্ত সহজ অংক হলেও কারো কারো কাছে অবশ্যই একটু কঠিন হতে পারে। তবে যদি সে বুঝে শুনে অংকটি করে তাহলে অবশ্যই তার কাছে সহজ হয়ে যাবে।

আমরা তাহলে যোগ কাকে বলে এটি এখন দেখে নিতে পারি। তার আগে একটি কথা বলি সেটি হল আপনারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। কারণ আমাদের ওয়েবসাইটে আপনার দের দৈনন্দিন জীবনে যে ধরনের তথ্য উপাত্ত প্রয়োজন পরে সে সকল তথ্য উপাত্ত গুলি আমাদের ওয়েবসাইট থেকে প্রকাশ করা থাকে। তাই আপনারা ইচ্ছা করলেই আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে আপনার প্রয়োজনীয় অর্থাৎ যে ধরনের তথ্য আপনার প্রয়োজন সেগুলি পড়ে নিতে পারবেন।

আবার করে নেওয়ার সাথে সাথে যদি বিষয়টি ডাউনলোড করে নেওয়ার প্রয়োজন হয় তাহলেও তা আপনি পারবেন। আমাদের ওয়েবসাইট থেকে প্রশ্নের উত্তর ডাউনলোডও করে নেওয়া যায়। তাহলে চলুন দেখি যোগ কাকে বলে?

যোগ: একই প্রকার দুই বা ততোধিক সংখ্যা একসাথে প্রকাশ করার পদ্ধতি হলো যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *