আধুনিক সমাজে স্টিলের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। কারণ বর্তমানে নির্মাণ সামগ্রীতে স্টিলের ব্যবহার সবখানে বেড়ে চলেছে। যখন দুইটি ধাতব খন্ডকে গলন তাপমাত্রায় উত্তপ্ত করে গলিত অবস্থায় কোন প্রকার চাপ প্রয়োগ ছাড়া জোড়া দেওয়া হয় তাকে ওয়েল্ডিং রড বলে। ওয়েল্ডিং রডের উৎপাদন প্রক্রিয়াটি করতে এবং লেপ প্রস্তুত করতে ঝালাই রডের নকশার উপর ভিত্তি করে তৈরি হয়। আপনারা অনেকেই ওয়েল্ডিং রড কত প্রকার এই বিষয়ে জানার জন্য গুগল বারবার সার্চ করছেন। তাই আপনাদের সুবিধার জন্য আমাদের আজকের এই আর্টিকেলটি তে আলোচনা করা হবে আপনাদের এই প্রসঙ্গে।
ওয়েল্ডিং রড প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। ১. ফিউশন ওয়েল্ডিং রড ও এবং ২. নন-ফিউশন ওয়েল্ডিং রড।
আপনারা যারা ওয়েল্ডিং রড কত প্রকার জানতে চেয়েছিলেন আমাদের এই আর্টিকেলটিতে তা জানিয়ে দেয়া হলো। আপনারা আমাদের এখান থেকে এসে আপনার প্রশ্নের সঠিক উত্তরটি জেনে নিন।