সুইচ শব্দটির সাথে আমরা কম বেশি সবাই খুব পরিচিত। বর্তমান এমন কোন বাড়ি নেই যে যেখানে সুইচ ব্যবহার হয় না। প্রতিটি কাজে ও প্রতিটি মুহূর্তে আমরা সুইচ ব্যবহার করে থাকি। ঘুম থেকে ওঠা অব্দি শুরু করে ঘুমানো যাওয়ার অব্দি প্রতিটি ক্ষেত্রে ও দৈনন্দিন জীবনে এটার ব্যবহার আমরা করে থাকি।তাই এটা নিয়ে আমাদের জানার আগ্রহ শেষ নেই।
তাই এই বিষয়টি জানার জন্য আমরা গুগল সহ ইন্টারনেটের বিভিন্ন জায়গায় অনুসন্ধান করছি সুইচ কত প্রকার। আজকে আমাদের এই আর্টিকেলটিতে এই প্রসঙ্গে আলোচনা করা হবে। আপনারা যারা এই বিষয়টি জানতে আগ্রহ প্রকাশ করেছেন আমাদের আজকের আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন। আর দেখে নিন আপনার প্রশ্নের উত্তরটি। চলুন তাহলে দেখে নিই সুইচ কত প্রকার।
সুইচ কত প্রকার এই প্রসঙ্গে জানতে হলে সুইচ কি এ বিষয়টি জেনে রাখা ভালো সাধারণত সুইচ হল একটি পোর্ট বিশিষ্ট নেটওয়ার্ক ডিভাইস যার মাধ্যমে নেটওয়ার্কের মধ্যে সার্ভার, ওয়ার্কস্টেশন এবং বিভিন্ন পেরিফেরাল ডিভাইসসমূহ সংযুক্ত থাকে। একটু সহজ ভাষায় বলতে গেলে, বৈদ্যুতিক সার্কিটে তড়িৎ প্রবাহের পথকে খোলা বা বন্ধের জন্য যে ইলেকট্রিক ডিভাইস ব্যবহার হয় তাকে সাধারণত সুইচ বলা হয়।
সাধারণত সুইচ কত প্রকার নির্দিষ্ট কোন সংখ্যা নেই সুইচ নানা ধরনের হয়ে থাকে এগুলো হলো।
১. টাম্বলার সুইচ
২. আয়রন ক্লেড সুইচ
৩. S.P.S.T সুইচ
৪. S.P.D.T সুইচ
৫. পুশ বাটন সুইচ
৬. গ্যাং সুইচ ।
আপনারা যারা জানতে চাচ্ছিলেন সুইচ কত প্রকার আমরা আজকের এই আর্টিকেলটিতে আপনাদের সুবিধার জন্য তা জানিয়ে দিলাম। আপনারা আমাদের ওয়েব সাইটে এসে আপনাদের এই প্রশ্নের উত্তরটি জেনে নিন।