বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত। এই পতাকা সম্পর্কে অনেকের ই অনেক ধরনের প্রশ্ন থাকে তার মধ্যে অন্যতম বাংলাদেশের জাতীয় পতাকা কখন উত্তোলন করা হয় বা কোন সময়ে এই পতাকা উত্তোলন হয়েছিল তাই এসব ছোট ছোট প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ওয়েবসাইটের আপনাদের চোখ রাখতে হবে। আর দেখে নিতে হবে আপনাদের কাঙ্খিত প্রশ্নের উত্তর গুলো।
দুই মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস। একাত্তরের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে প্রথম জাতীয় পতাকা তোলা হয়েছিল। সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝখানে সোনালি মানচিত্র খচিত পতাকা। ওইদিন পতাকা উত্তোলন করেছিলেন ডাকসুর সহসভাপতি।
পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ, অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে তৎকালীন ডাকসু নেতাদের উদ্যোগে ২ মার্চ সাড়া দিয়েছিল আমজনতা। প্রকৃতপক্ষে সেদিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়েই বাঙালি ছাত্র-জনতা স্বাধীনতা সংগ্রামের অগ্নিমন্ত্রে উজ্জীবিত হয়।