বাংলা ব্যাকরণ লিঙ্গ শব্দটি আমরা প্রায়ই সচরাচর ব্যবহার করে থাকি। বাংলা ব্যাকরণের অন্যতম একটি আলোচ্য বিষয় হলো লিঙ্গ। যেটাকে ইংরেজিতে জেন্ডার বলা হয়। লিঙ্গ শব্দের অর্থ সাধারণত চিহ্ন বা লক্ষণ। যে কোন প্রাণী চেনার প্রধান উপায় হল তার লিঙ্গ। লিঙ্গটির মাধ্যমে বোঝা যাই প্রাণীটি পুরুষ, নাকি স্ত্রী, এসব চিহ্নিতকরণের জন্য লিঙ্গ সম্পর্কে জানাটা আমাদের জরুরী। তাহলে চলুন দেখে নিন লিঙ্গ সম্পর্কে,
আপনারা লিঙ্গ সম্পর্কে জানতে বেশ আগ্রহী। তাই গুগল সহ ইন্টারনেটের বিভিন্ন জায়গায় এই বিষয়টি জানার জন্য অনেকেই সার্চ করেছেন। তাই আমরা আমাদের আজকের এই আর্টিকেলটিতে লিঙ্গ সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানিয়ে দেবো। আপনারা যারা এই বিষয়টি সম্পর্কে জানতে চাচ্ছেন আমাদের আজকের এই আর্টিকেলটি প্রথম থেকে শুরু করে শেষ অব্দি পরুন। আর দেখে দিন আপনার প্রশ্নের উত্তর টি।
সাধারণত লিঙ্গ কত প্রকার সে প্রসঙ্গে জানতে হলে, আপনাদের জানতে হবে লিঙ্গ কি,পুরুষ, স্ত্রী, জড় পদার্থ ও উভয় সম্প্রদায় ভুক্ত জাতি বোঝাতে যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে লিঙ্গ বলে। যেমন মানুষ, বাবা, মা, গাড়ি, টেবিল, মাতা, কন্যা, পিতা, কাকা, ভাই ইত্যাদি।আবার একটু সহজ ভাবে বলতে গেলে শব্দের যে চিহ্ন দ্বারা স্ত্রী, পুরুষ বা অন্য কিছু বুঝা যায়, তাকে লিঙ্গ বলে। যেমন – ছেলে, পিতা, মেয়ে, পাখি, সাথী, শিশু, সন্তান, পুত্র, ফুল, বই ইত্যাদি।
লিঙ্গকে সাধারণত চারটি ভাগে ভাগ করা হয়।
১. পুংলিঙ্গ ২. স্ত্রীলিঙ্গ ৩. উভয় লিঙ্গ ও ৪. ক্লীবলিঙ্গ।
আপনারা যারা জানতে চেয়েছিলেন লিঙ্গ কত প্রকার আমরা আমাদের আজকের আর্টিকেলটিতে তা জানিয়ে দিলাম আমাদের ওয়েবসাইটে এসে আপনারা আপনাদের প্রশ্নের উত্তরটি জেনে নিন।