সূর্যাস্ত আইন ছিল জমিদারি শাসন আমলের সময়। জমি দারির বিভিন্ন রীতিনীতির মধ্যে সূর্যাস্ত আইন একটি অন্যতম আইন। কোন নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে রাজস্ব জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ে রাজস্ব জমা দিতে ব্যর্থ হলে জমিদার তার জমিদারি হারাবেন। আর এই আইনটি সূর্যাস্ত আইন নামে পরিচিত। আপনারা যারা এই সূর্যাস্ত আইনটি কত সালে প্রণীত হয় এ সম্পর্কে জেনে নিতে চান আমরা আমাদের এই পোস্টটির মাধ্যমে আপনাদের এই সম্পর্কে জানিয়ে দেব।চলুন তাহলে দেখা নেয়া যাক আপনাদের এই কাঙ্খিত প্রশ্নের উত্তরটি।
এই সূর্যাস্ত আইনটি ছিল চিরস্থায়ী বন্দোবস্তের অন্যতম খারাপ দিক গুলোর মধ্যে একটি। সূর্যাস্ত আইন ১৭৯৩ সালের ২২ মার্চ এটি চালু করেন। এটা চালু চালু করেন লর্ড কর্ন ওয়ালিস। এই আইনটি কার্যকারিতার ফলে বাংলার মানুষের উপর অন্যায় ভাবে জুলুম করা হয়েছে। আপনারা যারা আপনাদের এই কাঙ্খিত প্রশ্নের উত্তরটি জানতে চাচ্ছেন আপনাদের সুবিধার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে এই প্রশ্নের উত্তরটি জানিয়ে দিলাম।