স্নায়ুযুদ্ধ যুদ্ধটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুটি দেশের মধ্যে সংঘটিত হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিএ দেশগুলোর মধ্যে এই যুদ্ধটি শুরু হয়েছিল। পাঁচ দশক ধরে এই দুটি শক্তিশালী দেশের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বী ও রাজনৈতিক মতবিরোধী চলতে থাকে। আপনারা যারা স্নায়যুদ্ধের অবসান হয় কত সালে এই প্রসঙ্গে জেনে নিতে চান আমরা আমাদের আজকের এই আর্টিকেলটিতে এই প্রসঙ্গে জানিয়ে দেব। চলুন তাহলে দেখে নেয়া যাক আপনাদের এই প্রশ্নের উত্তরটি সম্পর্কে।
যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যুদ্ধে না গিয়েও নিজস্ব অর্থনৈতিক ও অন্যান্য প্রভাব ব্যবহার করে যে সংঘাত হয় ইতিহাসে তাই স্নায়ুযুদ্ধ নামে পরিচিত। ১৯৮৯ সালের ৯ নভেম্বর বার্লিন প্রাচীরের পতনের মধ্যে দিয়ে পূর্ব ও পশ্চিম জার্মানির পুনর্মিলন ঘটে। বার্লিন প্রাচীরের পতন এখন স্নায়ুযুদ্ধের অবসানের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আর তা থেকেই স্নায়ু যুদ্ধের অবসান ঘটে।