১ গ্যালন কত লিটার

কোন তরল পদার্থ কোন ধারকের যতখানি জায়গা নিয়ে থাকে তা তরল পদার্থের আয়তন। একটি ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। কিন্তু কোন তরল পদার্থের নির্দিষ্ট ভাবে তা নেই। যে পাত্রে তরল পদার্থ রাখা হয় তার সেই পাত্রের আকার ধারণ করে। যার কারনে তরল পদার্থের আয়তন মাপার জন্য নির্দিষ্ট কোনো ঘনবস্তুর আকৃতির মাপনি বা কাপ ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে আমরা সাধারণত লিটার, মাপনি ব্যবহার করি। তবে বর্তমান বাজারে মিলিলিটার এককে দাগাঙ্কিত নির্দিষ্ট পরিমাপের কাপ, আয়তন মাপক চং, কোন আকৃতির পাত্র বা সিলিন্ডার আকৃতির মগ, পাওয়া যায় যা ফুড গ্রেট প্লাস্টিক স্বচ্ছ কাজ অ্যালুমিনিয়াম বা টিনের সীট দ্বারা তৈরি হয়ে থাকে। এছাড়া আন্তর্জাতিকভাবে তরল পদার্থের আয়তন মাপার ক্ষেত্রে গিল, পিন্ট, কোয়াট, গ্যালন তরল, আউন্স, ইত্যাদি মাপনি ব্যবহার হয়ে আসছে।

এখন আমাদের দেখাতে হবে এক গ্যালন সমান কত লিটার তরলের ওজন হয় । আপনারা আমাদের ওয়েবসাইট যদি এখনো ভিজিট না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন। আমাদের ওয়েবসাইটটিতে শিক্ষা, স্বাস্থ্য ,পুষ্টি ,ভূগোল, বর্তমান সমসাময়িক বিশ্বের বিভিন্ন তথ্যাবলী ইত্যাদি প্রত্যেকটি বিষয় সম্পর্কে তথ্য প্রকাশ করা থাকে। তাই যেকোনো ব্যক্তির যদি কোন তথ্য প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইটে এসে তার প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারবে। আবার আমাদের ওয়েবসাইট থেকে তার প্রয়োজনীয় প্রশ্নের উত্তরটি ডাউনলোড করে নিতে পারবে। কারন আমাদের ওয়েবসাইট থেকে প্রশ্নের উত্তর ডাউনলোড করে নেওয়া যায়।

প্রশ্নের উত্তর গুলো ডাউনলোড করে নিতে কোন ধরনের এক্সট্রা চার্জের প্রয়োজন হয় না। তাই আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে যেকোনো প্রশ্নের উত্তরগুলি ডাউনলোড করে নিবেন কোন ঝামেলা ছাড়াই। প্রশ্নের উত্তরগুলি ডাউনলোড করতে আমাদের ওয়েবসাইটে ডাউনলোড অপশন এ গিয়ে সেখানে দেখানো লিংকে ক্লিক করে তাঁর পছন্দকৃত প্রশ্নের উত্তরগুলি ডাউনলোড করে নিতে পারবে। আজ আমাদের দেখাতে হবে এক গ্যালন সমান কত কেজি। তাহলে চলুন দেখা যাক এক গ্যালন সমান কত কেজি হতে পারে

১ গ্যালন =৪.৫৪৬১ লিটার ( প্রায়)
১ গ্যালন=৪.৫ লিটার (প্রায়) লেখা যায়।
১ গ্যালন =২৭৭.৪২০৫ ঘন ইঞ্চি
১ গ্যালন=৪৫৪৬.০৯ ঘন সেন্টিমিটার।

এছাড়াও তরল পদার্থের আয়তন পরিমাপের আরো কিছু এককগুলি আমরা এখান থেকে দেখে নিতে পারি তাহলে চলুন দেখা যাক তরল পদার্থের বাকি একক গুলি কি কি হতে পারে।

১০০০ ঘন সেন্টিমিটার (ঘন সে. মি.)=১ ঘন ডেসিমিটার (ঘ. ডেসিমি.)
১০০০ ঘন ডেসিমিটার=১ ঘন মিটার (ঘ. মি.)
১ ঘন মিটার (ঘ. মি.)=১ লিটার
১ লিটার পানির ওজন=১ কিলোগ্রাম
আমরা তরল পদার্থের পরিমাপের বিভিন্ন একক গুলি এখানে দেখলাম এবং সে সম্পর্কে জেনে নিতে পারলাম।

বর্তমান সমসাময়িক হিসাবের কোন তথ্য যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইটে এসে দেখে নিতে পারবেন। আমাদের ওয়েবসাইটে শিক্ষা সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া থাকে। এবং আমাদের ওয়েবসাইটের তথ্য গুলির ভাষা অত্যন্ত সহজ সরল হওয়ায় যেকোনো ব্যক্তির জন্য বুঝতে অসুবিধা হয় না। তাই এখানে আমাদের ওয়েবসাইট থেকে অত্যন্ত দুর্বল শিক্ষার্থী বা কম মেধার মানুষও সকল হিসেব বুঝে নিতে পারে। বর্তমানে দাগ কাটা ব্যালেন্সের স্থলে ডিজিটাল ব্যালেন্স ব্যবহৃত হচ্ছে। এটি একটি ছোট বাক্সের মত যার গায়ে একপাশে সংখ্যায় গ্রামে ওজন প্রদর্শিত হয়। এর সাহায্যে দ্রব্যের মূল্যের নির্ণয়ের ব্যবস্থা আছে। কারণ এই ব্যালেন্সে ক্যালকুলেটরের সুবিধা ও থাকে।

প্রতি কিলোগ্রাম দ্রব্যের মূল্যমান দিয়ে প্রদর্শিত সংখ্যাকে ক্যালকুলেটরের মাধ্যমে গুণ করলেই দ্রব্যের মোট মূল্য পাওয়া যায়। এজন্য এই ব্যালেন্স ব্যবহার করা সুবিধাজনক। তবে বেশি পরিমাণ দ্রব্য ওজন করতে এখনো আমরা সেই পূর্বের দাঁড়িপাল্লাই ব্যবহার করে থাকি। এবং তরল পদার্থ পরিমাপ করার জন্য গ্যালন, ব্যারেল, ইত্যাদি ব্যবহার করে থাকি। তাই আপনারা আমাদের ওয়েবসাইটটি বার বার ভিজিট করুন এবং এখান থেকে আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলি দেখে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *