নামাজের অন্যতম ও গুরুত্বপূর্ণ একটি দোয়া হলো দোয়া মাসুরা।আমরা যারা অনেকেই নামাজ আদায় করি নামাজের সঠিক নিয়ম ও পদ্ধতি অনেকেরই জানা নেই। তাছাড়া কোন সময় কোন দোয়াটি পড়তে হয় কোন সূরাটি পড়লে ভালো হয় এসব সম্পর্কে আমরা অজানা। আপনারা অনেকেই দোয়া মাসুরা কখন পড়তে হয় এই প্রশ্নের উত্তরটি অনুসন্ধান করছেন, আমরা তাদের সুবিধার জন্য আমাদের এখানে তাদের কাঙ্খিত প্রশ্নের উত্তরটি প্রদান করলাম।
আপনারা যারা দোয়া মাসুরা কখন পড়তে হয় জানতে চেয়েছিলেন তাদের জন্য,দোয়া মাসুরা হল একটি ক্ষমা প্রার্থনা মূলক দোয়া। নামাযের শেষ রাকাতে বসে আত্তাহিয়াতু ও দুরুদ শরীফ পড়ার পর সালাম ফিরানোর আগে এই দোয়া মাসুরা পড়া হয়। এই দোয়া মাসুরা পড়া সুন্নাত। প্রত্যেক নামাজের শেষ রাকাতে শেষ বৈঠকে বসে আত্তাহিয়াতু ও দুরুদ পড়ার পর দোয়া মাসুরা পড়তে হয়। যা পড়া সুন্নাত।
হযরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তখন নামাজের ভিতরে এক ধ্যানে এবং খেয়াল করে নামাজ গুলো আদায় করতেন সে ক্ষেত্রে দোয়া মাসুরা খুবই গুরুত্বপূর্ণ এজন্য এই দোয়াটি সবসময় নামাজের বিতর পড়তেই হবে। দোয়ার সময় পূর্ণ মনো যোগ দিয়ে দোয়া করতে হবে ,আল্লাহ অব চেতন মনের দোয়া কবুল করেন না।
রাসুল (সা.) বলে ছেন, তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা রেখে আল্লাহর কাছে দোয়া কর জেনে রেখো, আল্লাহ অমনো যোগী ও অসাড় মনের দোয়া কবুল করেন না ।
আপনারা যারা দোয়া মাসুরা কখন পড়তে হয় কোন সময় দোয়া মাসুরা পড়া উত্তম এইসব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এখানে এসে আপনাকে আমাদের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে হবে। আশা করছি আপনি আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন।