আমরা জানি কোষ হল জীবদেহের গঠনের একক। অর্থাৎ উদ্ভিদ অথবা প্রাণী দেহের গঠনের একক হচ্ছে কোষ। আমরা জানি এককোষী থেকে শুরু করে বহুকোষী পর্যন্ত প্রাণীদেহ বা উদ্ভিদ দেহ অবশ্যই কোষ দ্বারা গঠিত হয়ে থাকে। অর্থাৎ এ কথা বলা যায় যে কোষ ছাড়া উদ্ভিদ হোক বা প্রাণী হোক তাদের দেহ গঠিত হয় না। পৃথিবীর আদি প্রাণের আবির্ভাবের প্রথম দিন থেকে আজ পর্যন্ত এককোষী প্রাণী প্রোটোজোয়া পর্বে প্রজাতিগুলো তাদের দেহের সব ধরনের ক্রিয়াকলাপ যেমন খাদ্যগ্রহণ দেহের বৃদ্ধি ও প্রজনন ওই একটি কোষের মাধ্যমে সম্পন্ন করে থাকে। অপরদিকে বহু খুশি প্রাণীদের দেহ কোষের মাঝে ভিন্নতা আছে তাই তাদের মধ্যে বৈচিত্র্য রয়েছে। উদ্ভিদ এবং প্রাণীদেহ অনেক ধরনের টিস্যু নিয়ে গঠিত হয়। তাহলে এই কিশোর মধ্যেই এক প্রকারের টিস্যু হচ্ছে জটিল টিস্যু।
বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু তৈরি হয় তাকে জটিল টিস্যু বলা হয়। এই জটিল টিস্যু উদ্ভিদের পরিবহনের কাজ করে থাকে তাই এদের আবার পরিবহন টিস্যু বলা হয়। এই জটিল টিস্যু দুই ধরনের হয়ে থাকে একটি জাইলেম এবং অপরটি ফ্লোয়েম। জাইলেম এবং একত্রে উদ্ভিদের পরিবহন টিস্যুগুচ্ছ গঠন করে। তাহলে প্রথমে দেখি এই জাইলেম টিস্যু কি কাকে বলে।
জাইলেম: জাইলেম দুই ধরনের হয়ে থাকে প্রাথমিক ও গৌণ জাইলেম। ঠকাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে প্রাথমিক জাইলেম বলা হয়। প্রাথমিক বৃদ্ধির শেষে এসব ক্ষেত্রে গৌণ বৃদ্ধি ঘটে সেখানে গৌণ জলেমের সৃষ্টি হয়। প্রাথমিক ডালেমকে আবার দুই ভাগে বিভক্ত করা যায় যথা প্রাথমিক অবস্থায় একে টোটো জাইলেম এবং পরিণত অবস্থায় মেটাজাইলেম বলা হয়। জাইলেম কে আবার কয়েক ধরনের কোষ থাকে। এই কোষগুলি হল ট্রাকের ভেসেল জাইলেম পারেনকাইমা ও জাইলেম ফাইবার। তাহলে প্রথমে দেখা যাক জাইলেম প্যারেনকাইমা: জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষকে জাইলেম পারেনা বা উড প্যারেনকাইমা বলা হয়ে থাকে। এদের প্রাচীর পুরো এবং পাতলা হতে পারে তাই প্রাইমারি যাইলেমে অবস্থিত প্যারেনকাইমার কোষ পাতলা প্রাচীর যুক্ত হয়। তবে গৌণ জাইলেমে এরা পুরো প্রাচীর যুক্ত হয়ে থাকে। খাদ্য সঞ্চয় এবং জল পরিবহন করা এদের প্রধান কাজ হয়ে থাকে।
এরপর দেখি ফ্লোয়েম কাকে বলে ফ্লোয়েম কি?
ফ্লোয়েম: উদ্ভিদকান্ডে এরা জাইলেম এর সাথে একত্রে পরিবহন টিস্যুগুচ্ছ তৈরি করে থাকে। সীভনল, সঙ্গী কোষ ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত হয়। জাইলেম যেমন খাদ্যের কাঁচামাল পানি সরবরাহ করে তেমনিভাবে ফ্লোয়েম পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন স্থানে পরিবহন করে থাকে। তাই এদেরকে পরিবহন কোষ বলা হয়ে থাকে। প্রেমে উপস্থিত প্যারেনকাইমা কোষ গুলোই ফ্লোয়েম প্যারেনকাইমা। এদের কোষ সাধারণ প্যারেনকাইমার মতো পাতলা কোষ প্রাচীর যুক্ত এবং প্রোটোপ্লাজম যুক্ত। খাদ্য সঞ্চয় করে এবং খাদ্য পরিবহনের সহায়তা করে। প্রাণ জাতীয় উদ্ভিদ নগ্নবীজী উদ্ভিদ এবং দ্বিবীজপতি উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে ফ্লোয়েম প্যারেনকাইমা থেকে থাকে। শুধুমাত্র একবীজ প্রতি উদ্ভিদের কোন ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। তাই আপনারা আমাদের এই পোস্ট থেকে অবশ্যই ফ্লোয়েম এবং জাইলেম উভয় প্রকার টিস্যু সম্পর্কিত সকল তথ্যগুলি দেখে নিতে পারলেন।
আশা করি ফ্লোয়েম এবং জাইলেম উভয় প্রকার টিস্যুর ক্ষেত্রে আপনাদের আর কোন সমস্যা হবার কথা নয়। এবং দুই ধরনের টিস্যু থেকেই আপনারা পার্থক্যগুলি অবশ্যই বেছে নিতে পারবেন বা করে ফেলতে পারবেন। তাই আপনারা এ ধরনের যে কোন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি বারবার ভিজিট করবেন এবং দেখে নিবেন আপনার প্রয়োজনীয় তথ্য কোনটি। আমাদের ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্যটি ডাউনলোড করে নিতে পারবেন। আমাদের এখান থেকে উত্তরগুলি ডাউনলোড করে নিতে আপনাদের আলাদা কোন চার্জ প্রযোজ্য হবে না বিধায় আপনারা অতি সহজেই আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলি নিতে পারবেন। আপনারা তাহলে অবশ্যই আজকের আলোচনা থেকে ফোন এবং জাইলেম এর পার্থক্য গুলি বিবেচনায় নিয়ে এটি আলাদা করতে পারবেন।