বেগ ও দ্রুতির মধ্যে পার্থক্য

বেকার দ্রুতি মধ্যে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি বা বুঝতে চাই তাহলে ধরা যাক একটু সুতা দিয়ে ছোট একটা পাথরকে বেঁধে সেটাকে মাথার উপর ঘুরাতে থাকে তাহলে কি দেখব আমরা। পাথরটা সমবেগে যাচ্ছে বা সমুদ্র দিতে যাচ্ছে এই কথাটা আমরা বলতে পারি। আমরা যদি একটু চিন্তা করি তাহলে অবশ্যই বুঝতে পারব যে পাথর পাথর দ্রুতির কোন পরিবর্তন হচ্ছে না কিন্তু প্রতিমুহূর্তে বেগের পরিবর্তন হচ্ছে। এর কারণ হিসেবে বলা যায় যে প্রতিমুহূর্তে পাথরটার প্রতিটি পাল্টে যাচ্ছে। এই কারণে এটি হচ্ছে সমদ্রুতির উদাহরণ হিসেবে আমরা ধরে নিতে পারি এটি সমবেগের কারণে নয়।

স্বাভাবিক হলে সামদ্রুতি হতেই হবে কিন্তু সমুদ্র দিয়ে হলে যে সমবেগ হতে হবে এমন কোন গ্যারান্টি নেই। আবার কখনো কখনো একটি পাথর হঠাৎ ছেড়ে দিলে এটা সোজা সমবেগ এবং সমাজের ইতিহাস ছুটে যাবে। বাতাসের ঘর্ষণ মধ্যাকর্ষণ বল এসব যদি না থাকতো তাহলে সমাবেক এবং সম দ্রুতিতে যেতেই থাকতো পাথরটি। অর্থাৎ আমরা আমাদের পরিবেশের চারিদিকে তাকালে গতি সম্পর্কে বা আবেগ সম্পর্কে অনেক কিছুই দেখতে পাই। অর্থাৎ কোন গাড়ি যাচ্ছে সাইকেল চলছে মোটরসাইকেল রিক্সা ভ্যান সবই একটি বেগে চলে। অর্থাৎ আমরা তাহলে বেগ বলতে কী বোঝা যায় সেটি মোটামুটি জানলাম। অর্থাৎ বেগ হল কোন কিছু কত দ্রুত যাচ্ছে তার পরিমাপকেই বেগ বলা হয়।

তবে পদার্থ বিজ্ঞানের ভাষায় বেগের একটা সুনির্দিষ্ট অর্থ আছে এবং বেগের পাশাপাশি আমরা দ্রুতি নামে আর একটা রাশি ব্যবহার করে থাকি। আমরা যদি দূরত্ব এবং স্মরণ এই দুই বিষয় দুটো আলাদাভাবে বা ভালোভাবে বুঝে থাকি তাহলে বিরতি এবং ব্যাগ এই রাশি দুটো কেউ খুব সহজে বুঝতে পারব বলে আশা রাখি। দূরত্ব যেমন একটি স্কেলার রাশি তেমনি ভাবে স্মরণ বলতে বোঝানো হয় যে বিন্দুর অবস্থানের সাপেক্ষে আরেকটি বিন্দুর অবস্থান। তাহলে আমরা দ্রুতি বলতে বুঝতে পারি যে দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে বোঝানো হয়।

আমরা যদি কোন উদাহরণ হিসেবে দেখাতে পারি তাহলে ধরা যাক যে তুমি যদি ২০ সেকেন্ডে ১০০ মিটার দূরত্ব অতিক্রম করে থাকো তাহলে তোমার দ্রুতি v হচ্ছে-
v=100m/20s=5 m/s
দ্রুতির মাত্রা [ v ] = LT-1

অনুরূপভাবে বলতে পারি বিয়ে হচ্ছে সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার অর্থাৎ যদি ২০ সেকেন্ডে কোন নির্দিষ্ট দিকে তোমার অবস্থানের পরিবর্তন হয় ৫০ মিটার তাহলে তোমার বেগের মান হচ্ছে-
v = 50m/20s=2.5 m/s
তাই বেগ যেহেতু ভেক্টর তাই তার দ্বিতীয় নির্দিষ্ট করে দিতে হয়। বেকের মাত্রা: [ v ] = LT-1

এখানে একটা বিষয় লক্ষ্য করা যেতে পারে যে আমরা যদি শুধু রৈখিক গতি বিবেচনা করি তাহলে বেগ আর জ্যোতির মাঝে কোন পার্থক্য থাকে না তবে বেগের মানটি হচ্ছে দ্রুতির মান ধরা হয়। আপনারা আমাদের ওয়েবসাইটটি বারবার ভিজিট করুন কারণ আমাদের ওয়েবসাইটে আপনাদের প্রয়োজনীয় অর্থাৎ দৈনন্দিন জীবনে যে ধরনের তথ্য উপাত্ত্ব প্রয়োজন হয় সে সকল তথ্যই আমরা আমাদের ওয়েবসাইটে অত্যন্ত যত্নের সহিত সুন্দর সাবলীল ভাষায় প্রকাশ করে থাকি।

আবার আমাদের ওয়েবসাইট থেকে আপনাদের প্রয়োজনীয় প্রশ্নের বা তথ্যগুলি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে নিতে আপনাদের আলাদা কোন চার্জ প্রযোজ্য হয় না। আমরা এতক্ষণে দ্রুতি এবং বেগ সম্পর্কিত যে ধরনের তথ্য প্রয়োজন হয় সকল তথ্য গুলি আমরা আমাদের এই পোস্টে আপনাদের জানানোর জন্য বললাম। বেগ এবং বিরোধী সম্পর্কে সকল তথ্যগুলি যদি আপনারা খুব মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে বেগ এবং জ্যোতির মধ্যে পার্থক্যগুলি অবশ্যই দেখাতে পারবেন। তাই বেক ও দুটির মধ্যে যে পার্থক্য পরিলক্ষিত হয় তা এখান থেকে আপনারা অনায়াসেই বের করে দিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *