আপনারা অনেকেই সাইবার সিটি কাকে বলা হয়, বাংলাদেশের প্রথম কোন শহরটিকে সাইবার সিটি বলা হয়, ইত্যাদি এ ধরনের প্রশ্ন বিভিন্ন কুইজ প্রতিযোগিতায়, চাকরির নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে ও বিভিন্ন ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন এ ধরনের প্রশ্ন আমরা লক্ষ্য করে থাকি। আমরা প্রশ্নটির উত্তর দেয়ার পরও অনেকে প্রশ্নটির উত্তর অনুসন্ধান করি, কারণ আমাদের প্রশ্নের উত্তরটা কতটা সঠিক সেটা জানার জন্য, তাছাড়া এই প্রশ্নটির উত্তর দিতে যারা ব্যর্থ হয় তারাও প্রশ্নটির উত্তর জানার জন্য আগ্রহী পড়ে।
চলুন দেখিনি সাইবার সিটি কাকে বলা হয় সাইবার সিটি বলা হয় সিলেট কে। ইন্টারনেট ও মোবাইল ফোনের আধুনিক টেলিযোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করে, ইচ্ছা কৃতভাবে মানসিক এবং শারীরিক ক্ষতির উদ্দেশ্যে নারীর প্রতি অপরাধ। আন্তর্জাতিকভাবে, রাষ্ট্রীয় বা ও-রাষ্ট্রীয় সত্তা কর্তৃক গুপ্তচরবৃত্তি, আর্থিক প্রতারণা, আন্তঃসীমান্ত অপরাধ, কিংবা অন্তত একটি রাষ্ট্রের স্বার্থ জড়িত এরূপ বিষয়ে হস্ত ক্ষেপ জনিত সাইবার অপরাধকে সাইবার যুদ্ধ হিসেবে অভিহিত করা হয়।
সাইবার আর ইন্টারনেট দুটো এক জিনিস নয়, ইন্টারনেট হচ্ছে এক ধরনের নেটওয়ার্ক ব্যবস্থা, যা বহু ডিভাইসকে একসঙ্গে কানেক্ট করে। এই কানেকশনটির মাধ্যমে ডাটার এনালগ সিস্টেম চলাচল করে। বাংলাদেশের প্রথম সাইবার ক্যাফে চালু হয় ১৯৯৯ সালে। বাংলাদেশের প্রথম সাইবার সিটির আওতাই নিয়ে আসা হয় সিলেট বিভাগ কে। সাইবার অপরাধ আধুনিক যুগে অনেক স্বয়ংক্রিয় হয়ে উঠেছে।
আপনারা যারা জানতে চেয়েছিলেন সাইবার সিটি কাকে বলা হয়, এবং বিভিন্ন জায়গায় অনুসন্ধান করছেন সাইবার সিটি সম্পর্কে আমরা আমাদের আর্টিকেলটির মাধ্যমে আপনাদের সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করেছি আশা করছি আপনি আপনার কাঙ্ক্ষিত তথ্যটি এখান থেকে পেয়ে যাবেন।