জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের সম্পূর্ণ সমাধান আমাদের এই ওয়েবসাইট থেকে পাবেন। যেসব শিক্ষার্থী শ্রেণিকক্ষের স্যারদের অংক ঠিকমতো বুঝতে না পেরে বাড়িতে এসে মন খারাপ করে বসে থাকে , তাদের কাছে আর কোন গাইড বই না থাকায় তারা তাদের সেই উত্তরগুলো পুনরায় দেখতে না পারার কারণে মন খারাপ করে । তাদের জন্য আমাদের এই ওয়েবসাইট থেকে সম্পূর্ণ সমাধান ডাউনলোড করে নিতে পারবে অন্যান্য কোন চার্জ ছাড়াই। আমাদের এই চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইটি যাতে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক কর্তৃক প্রকাশিত বাংলাদেশের সকল চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য।
জাতীয় শিক্ষা কর্ম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণি, বইটি রচনা ও সম্পাদনা করেন শামসুল হক মোল্লা, এ এম এম আহসানুল্লাহ, ডক্টর অমল হালদার ,স্বপন কুমার ঢালী । শিল্প সম্পাদনা করেন হাশেম খান। এই বইটিতে মোট ১৪ টি অধ্যায় আছে , প্রথম অধ্যায় বড় সংখ্যা ও স্থানীয় মান নির্ণয় । দ্বিতীয় অধ্যায়ে যোগ ও বিয়োগ । তৃতীয় অধ্যায়ে গুণ, চতুর্থ অধ্যায় ভাগ, পঞ্চম অধ্যায়ে যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা, ষষ্ঠ অধ্যায় এ গাণিতিক প্রতীক, সপ্তম অধ্যায় এ গাণিতক প্রতীক ও গুণনীয়ক, অষ্টম অধ্যায়ে সাধারণ ভগ্নাংশ,নবম অধ্যায়ে দশমিক ভগ্নাংশ । দশম অধ্যায় এ পরিমাপ ।১১ তম অধ্যায়ে সময় , 12 তম অধ্যায়ে উপাত্ত সংগ্রহ এবং বিন্যস্ত করন ,১৩ তম অধ্যায়ে রেখা ও কোণ এবং সর্বশেষ ১৪ তম অধ্যায়ে ত্রিভুজ সংক্রান্ত সমস্যাবলীর সমাধান দেওয়া আছে।
প্রথম অধ্যায়ে বড় সংখ্যা ও স্থানীয় মান নির্ণয়ের বিভিন্ন ধরনের সংখ্যা কিভাবে লিখতে এবং বলতে পারা যায় সেই সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এখানে শেখানো হয়েছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এভাবে বলতে পারা এবং সংখ্যাটি গণনা করে লিখতে পারা বিষয় সম্পর্কে। পরবর্তী অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় বড় বড় সংখ্যার যোগ এবং বিয়োগ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়েছে। এই অধ্যায়ে আরো যোগ বিয়োগ সম্পর্কিত বিভিন্ন লিখিত অংক দেওয়া আছে, সেসব অংকগুলি করতে পারলে পাটিগণিতের সংক্ষিপ্ত ধারণা শিক্ষার্থীরা এখান থেকে পেয়ে যাবে।
তৃতীয় অধ্যায়ে দুই ও তিন অংকের গুণ তিন চার অঙ্কের গুণ, এভাবে আস্তে আস্তে ছোট থেকে বড় বড় সংখ্যার গুণ শেখানো হয়েছে। এই অধ্যায় থেকেই তারা গুণ্য ,গুণক গুণফল এই সম্পর্কে ধারণা পাবে। সহজ পদ্ধতিতে গুণ গুণফল নির্ণয় শেখানো হয়েছে। চতুর্থ অধ্যায় বিভিন্ন ধরনের ভাগ এক অংকের ভাজক দ্বারা ভাগ , দুই অঙ্কের ভাজক দ্বারা ভাগ, তিন অংকের ভাজক দ্বারা ভাগ, ইত্যাদি সম্পর্কে শেখানো হয়েছে। এখানে আরো শেখানো হয়েছে ভাগফল নির্ণয়ের সূত্র। সূত্রটি হল ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান সমান ভাজ্য। পঞ্চম অধ্যায়ে আগের অধ্যায় গুলোর শেখানো যোগ-বিয়োগ, গুন ভাগ সংক্রান্ত বিভিন্ন সমস্যা দেওয়া আছে ,গাণিতিক বাক্য এবং হিসেবের ধারাবাহিকতা সম্পর্কে এখানে বলা হয়েছে।
ষষ্ঠ অধ্যায়ে গাণিতিক প্রতীক সম্পর্কে বলা হয়েছে গণিতে সংখ্যা প্রতীক চারটি যথা যোগ বিয়োগ গুণ এবং ভাগ। সম্পর্ক প্রতীক ছয়টি । এই প্রতীক গুলো হল সমান ,বৃহত্তর, ক্ষুদ্রতর, সমান নয় ,বৃহত্তর নয় , এবং ক্ষুদ্রতর নয়। গাণিতিক বাক্য ,বাক্যটি সঠিক বা ভুল ,বদ্ধ বাক্য ,খোলা বাক্য ইত্যাদি সম্পর্কে বলা হয়েছে। এর পরের সপ্তম অধ্যায়ে গুণিতক ও গুণনীয়ক অর্থাৎ লসাগু ও গসাগু সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখান থেকে শিক্ষার্থীরা লসাগু এবং গসাগু সম্পর্কে জানতে পারবে। পরবর্তী অষ্টম অধ্যায়ে বিভিন্ন ধরনের ভগ্নাংশের তুলনা ,কোন ভগ্নাংশ ছোট কোন ভগ্নাংশ বড় তারা তুলনা করতে পারবে সমতল ভগ্নাংশ কোনগুলি সেগুলি সম্পর্কে জানতে পারবে । কিভাবে।ভগ্নাংশের সমতা করতে পারবে এগুলো শেখানো হয়েছে।
শেষের অধ্যায় গুলোতে পরিমাপ ,জ্যামিতির ধারণা ত্রিভুজ কোণ , চতুর্ভুজ ,আয়ত, বর্গ, বৃত্ত , ইত্যাদি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাটা দিয়ে কোন ধরনের কোণ তৈরি হয় এগুলা সম্পর্কে বলা হয়েছে। পরিশেষে বলা যায় যে আমাদের এই ওয়েবসাইট থেকে আপনারা সমস্ত বইটির নির্ভুল গাণিতিক সমাধান পাবেন তাই নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন।