১৯৭১ সালের ২৬ শে মার্চ স্বাধীনতা ঘোষণা করার পরে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয়। আর এই অস্থায়ী সরকারটি হলেন মুজিবনগর সরকার। মুক্তিযুদ্ধের নেতৃত্বে দানকারী হিসেবে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার টি হলো মুজিবনগর সরকার। আর এই অস্থায়ী সরকারটি গঠন করা হয় ১৯৭১ সালের ১০ এপ্রিলে। ১৯৭১ সালের অস্থায়ী এই সরকার গঠনের সঙ্গে সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ প্রবল যুদ্ধে রূপ নেয় এবং স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বিজয় অর্জন করতে সক্ষম হয়। তাই আমাদের অনেক সময় অনেক ক্ষেত্রে ১৯৭১ সালের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন এই প্রশ্নটির মুখোমুখি হতে হয়। তাই আপনাদের সুবিধার জন্য আমাদের আজকের আর্টিকেলটিতে আপনাদের কাঙ্খিত এই প্রশ্নের উত্তরটি সম্পর্কে জানিয়ে দেব। আপনাদের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে এ ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর গুলো আমাদের ওয়েবসাইটে জানিয়ে দেই।
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ কে একটি স্বাধীন দেশ হিসেবে বিশ্বের দরবারে দার করানো হয়েছিল। আর এই দেশকে স্বাধীন করার পেছনে অনেক ত্যাগ রয়েছে বাঙালি জাতির। সকল বাধা অতিক্রম করে বাঙালি জাতি এখন একটি স্বাধীন দেশ হিসেবে পরিচিত আর এর পিছনে মুখ্য ভূমিকা পালন করেছে মুক্তিযোদ্ধা চলাকালীন বাংলাদেশের অস্থায়ী সরকার মুজিবনগর সরকারটি। ১৯৭১ সালের অস্থায়ী এই মুজিবনগর সরকার টি মুক্তিযুদ্ধ পরিচাল নার জন্য মুক্তিবাহিনী সংগঠন ও সমন্বয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় এবং এই যুদ্ধে প্রত্যক্ষ সহায়তা কারী রাষ্ট্র ভারতের সরকার ও সেনাবাহিনীর সঙ্গে সাংগঠনি ক সম্পর্ক রক্ষায় এই সরকারের বিশেষ অবদান কখনোই ভুলতে পারবেনা বাঙালি জাতি। এই অস্থায়ী সরকারের জন্যই খুব অল্প সময়ে বাংলাদেশের বিজয় অর্জন সম্ভব হয়েছে।
বাঙালি জাতির জন্য প্রথম সরকার হলো ১৯৭১ সালের এই অস্থায়ী সরকার টি। একাত্তর সালে বাঙালি জাতি তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য এক রক্তক্ষয়ী যুদ্ধে নেমেছিল। আর এই যুদ্ধটি পরিচালনা করার জন্য মূল ভূমিকা পালন করেছে সেই সময় সেই অস্থায়ী সরকার টি। আর এই অস্থায়ী সরকার টি গঠন করা হয়েছিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল এই অস্থায়ী সরকারের আমবাগানে শপথ নেয় বাঙালি জাতির প্রথম সরকারের প্রথম মন্ত্রিসভা। শেখ মুজিবুর রহমান ছিলেন ১৯৭১ সালের অস্থায়ী সরকারের প্রথম রাষ্ট্রপতি। আর এই সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে এক অন্যতম ভূমিকা পালন করে গিয়েছেন ১৯৭১ সালের অস্থায়ী সরকার মুজিবনগর সরকার।