আব্বাসীয় বংশের শেষ খলিফা কে ছিলেন

আব্বাসীয় খিলাফাত ইসলামের ইতিহাস গুলোর মধ্যে অন্যতম একটি খিলাফত। আব্বাসীয় খিলাফতের সাধারণত ইসলামী খিলাফত গুলোর মধ্যে তৃতীয় তম। এটা সাধারণত আব্বাসীয় বংশ কর্তৃক দ্বারা শাসিত হয়েছিল। বাগদাদ আব্বাসীয় খিলাফতের রাজধানী ছিল। উমাইয়া খিলাফত কে ক্ষমতা থেকে বিচূর্ণ করার পর প্রতিষ্ঠিত করা হয় আব্বাসীয় খিলাফত কে। আর এই আব্বাসীর খিলাফাতটি প্রতিষ্ঠিত করা হয় নবীর চাচা আব্বাস ইবনে আব্দুল মোতালিব এর বংশধর কর্তৃক। তাই আপনারা অনেকে জানতে চান এই আব্বাসীয় বংশের শেষ খলিফা কে ছিলেন।

তাই আপনাদের সুবিধার জন্য আমরা আমাদের আজকের আর্টিকেলটিতে আপনাদের কাঙ্খিত এই প্রশ্নের উত্তরটি সম্পর্কে জানিয়ে দেব। আপনারা যারা এই প্রশ্নটির উত্তর জানার জন্য ইন্টারনেটের অনেক জায়গায় অনুসন্ধান করছেন আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন আর জেনে নিন আপনার প্রয়োজনীয় প্রশ্নের উত্তর। তাছাড়া আপনারা আমাদের ওয়েবসাইট থেকে শিক্ষা বিষয়ক সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় প্রশ্নের উত্তর গুলো জেনে নিতে পারবেন।

আব্বাসীয় খলিফারা আব্বাস ইবনে আব্দুল মোতালিব একজন বংশধর ছিলেন। তিনি ছিলেন হযরত মুহাম্মদ (স) এর সর্বকনিষ্ঠ চাচাদের অন্যতম। হযরত মুহাম্মদ(সা) এর নিকট অত্মীয়তার কারণে তারা উমাইয়াদের হটিয়ে আব্বাসী য় বংশের প্রতিষ্ঠা শুরু করেছিলেন। নৈতিক ও প্রশাসনিক ভাবে আক্রমণ করে আব্বাসীয়রা নিজেদেরকে তাদের চেয়ে আলাদা হিসেবে তুলে ধরে। আব্বাসীয় শাসন আমলটি ছিল ইসলামের ইতিহাসে এক গৌরবদীপ্ত অধ্যায়। মুসলিম সভ্যতা ও সাংস্কৃতিক বিকাশে এই আব্বাসীয় বংশ এক মাইল ফলক ইতিহাস সৃষ্টি করেছে। এটি ছিল মূলত ইসলামী কৃষ্টি, সভ্যতা ও সাংস্কৃতিক যুগ। এই বংশে সর্বমোট ৩৭ জন খলীফার আবির্ভাব ঘটেছে বলে ধারণা করা হয়। কিন্তু আব্বাসীয় শাসন কালের একটি নির্দিষ্ট সময়ে মুসলিম খিলাফত তিনটি ভাগে ভাগ হয়ে যায়।

আব্বাসীয় খিলাফতের নামকরণ হয়েছে মহানবী (সাঃ) এর চাচা আল-আব্বাসের নাম হতে। তাঁর নামানুসারে এই বংশের নামকরণ হয়েছে আব্বাসীয় বংশ। আব্বাসীয় খিলাফত পৃথিবীর ইতিহাসে দীর্ঘস্থায়ী শাসন কালের ইতিহাস গড়ে গড়ে তুলেছিলেন। ইসলামের ইতিহাস থেকে জানা যায় এই খিলাফত ইসলামের শাসন আমল গুলোর মধ্যে অন্যতম একটি শাসনামল এবং ইসলামের সবচেয়ে দীর্ঘ শাসন আমল ছিল আব্বাসীয় খিলাফত টি। আর এই খিলাফতির সময় অর্থাৎ আব্বাসীয় বংশের শেষ খলিফা কে ছিলেন এই বিষয়টি সম্পর্কে আপনারা জানতে চান। আব্বাসীয় খিলাফতের মোট ৩৭ জন খলিফা ছিলেন। আর তার মধ্যে সর্বশেষ যে খলিফা ছিলেন তিনি হলেন আল মুতাসিম। তিনি সাধারণত ১২৫৮ সালের আব্বাসীয় বংশের শেষ খলিফা হিসেবে দায়িত্ব পালন করে গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *